TRENDING:

Mamata Setu|| মিটল বাসিন্দাদের দীর্ঘ সমস্যা, নজির সৃষ্টি করে বুড়াধরলা নদীর ওপর 'মমতা সেতু'

Last Updated:
Kunal Ghosh at Mamata Setu: ২০১৬ সালে কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন কোচবিহার জেলা পরিষদের সদস্য কৃষ্ণকান্ত বর্মণ। প্রয়োজনীয়তা বুঝে সেতু তৈরির আশ্বাস দেন। সাংসদ তহবিল থেকে আড়াই কোটি টাকা বরাদ্দ করেন। তৈরি হয় মমতা সেতু।  
advertisement
1/5
মিটল বাসিন্দাদের দীর্ঘ সমস্যা, নজির সৃষ্টি করে বুড়াধরলা নদীর ওপর 'মমতা সেতু'
* মিটল বাসিন্দাদের দীর্ঘ সমস্যা। নজির সৃষ্টি করে কোচবিহারের বুড়াধরলা নদীর ওপর তৈরি 'মমতা সেতু'। আজ বুধবার কোচবিহারের বড়ভিটায় বুড়াধরলা নদীর ওপর সেই সেতুতে যান রাজ্যসভার প্রাক্তণ সাংসদ কুণাল ঘোষ। 
advertisement
2/5
*বিজয়া সম্মেলনী অনুষথানে যোগ দিতে উত্তরবঙ্গে গিয়েছেন কুণাল ঘোষ। সেখান থেকেই এ দিন সেতু দেখতে যান তিনি। সঙ্গে ছিলেন কৃষ্ণকান্ত বর্মণ, নীতিশ সরকার এবং স্থানীয় নেতৃত্ব। 
advertisement
3/5
*বর্ষায় নদীর জন বাড়লে সমস্যার সম্মুখীন হতেন সাধারণ মানুষ। নিত্য বছর খরস্রোতায় ভেসে যায় সাঁকো। বিচ্ছিন্ন হয়ে পড়ে একাধিক এলাকা। তাই সেতুর প্রয়োজনীয়তা ছিল। 
advertisement
4/5
*২০১৬ সালে কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন কোচবিহার জেলা পরিষদের সদস্য কৃষ্ণকান্ত বর্মণ। প্রয়োজনীয়তা বুঝে সেতু তৈরির আশ্বাস দেন। সাংসদ তহবিল থেকে আড়াই কোটি টাকা বরাদ্দ করেন। তৈরি হয় মমতা সেতু।  
advertisement
5/5
*এ দিন কুণাল ঘোষ বলেন, "ভারতবর্ষের আর একজন সাংসদ বলতে পারবেন কি যে একটা বড় সেতু একজনের এম পি তহবিল থেকে তৈরি হয়েছে? আগে যখন এসেছিলাম, মাঝখানটি জুড়লেও গাড়ি চলাচলের সমস্যা ছিল। এখন পুরো চালু। পরিদর্শনের আমন্ত্রণ ছিল। দেখে ভাল লাগল। কৃষ্ণকান্ত বর্মণের অনুরোধে সেতু নির্মাণে টাকা বরাদ্দ করেছিলাম। সেতু না থাকায় চরম সমস্যায় ছিল ওপাশের গ্রামগুলি। এখন গোটা এলাকা খুশি।"
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Mamata Setu|| মিটল বাসিন্দাদের দীর্ঘ সমস্যা, নজির সৃষ্টি করে বুড়াধরলা নদীর ওপর 'মমতা সেতু'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল