Kolkata-Sikkim Flight: কলকাতা থেকে ‘চোখের পলকেই’ সিকিম! উড়বে বিমান, পুজোর মুখেই বড় উদ্যোগ ইন্ডিগোর
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Kolkata-Sikkim Flight: সিকিমের সঙ্গে উড়ান যোগাযোগ ভারতের শহরগুলির সঙ্গে যত বৃদ্ধি পাবে ততই সিকিমের পর্যটনক্ষেত্রের বিরাট উন্নতি হবে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
1/5

পর্যটকদের জন্য দারুন খবর।সামনেই পুজো আসছে। আর পুজো মানেই বহু পর্যটকদের প্রিয় গন্তব্য হল সিকিম। সেই সিকিমের পাকিয়ং বিমানবন্দর থেকে এবার দেশের একাধিক বিমানবন্দর পর্যন্ত উড়ান চালানোর উদ্যোগ।
advertisement
2/5
অক্টোবর থেকে পর্যটন মরশুম শুরু হচ্ছে। সিকিমের পাকিয়ং বিমানবন্দর থেকে দেশের বিভিন্ন শহরে উড়ান পরিষেবা চালু করতে চায় ইন্ডিগো বিমান সংস্থা। পুজোর আগেই এই উদ্যোগ নেওয়া হতে পারে।
advertisement
3/5
বিশ্বস্ত সূত্রের খবর, এখনও পর্যন্ত সিকিমে স্পাইস যেত বলে একটি সংস্থা Bombardier Q -400 বলে এয়ার ক্রাফট চালায়। বর্তমানে পাকিয়ং থেকে কলকাতা ও দিল্লির রুটে বিমান চালায় ওই বিমান সংস্থা।
advertisement
4/5
তবে ইন্ডিগো বিমান সংস্থা ATR 72 বলে এয়ার ক্রাফট চালাতে পারে সিকিমের রুটে। সিকিমের সঙ্গে উড়ান যোগাযোগ ভারতের শহরগুলির সঙ্গে যত বৃদ্ধি পাবে ততই সিকিমের পর্যটনক্ষেত্রের বিরাট উন্নতি হবে।
advertisement
5/5
পাকিয়ং থেকে দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দরাবাদ, কলকাতা বিমান চালানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সামনেই পুজোর মরসুম। তার আগে অনেকেই সিকিম যাওয়ার পরিকল্পনা করছেন। সেক্ষেত্রে নতুন এই রুটগুলি খতিয়ে দেখা হচ্ছে।