মেঘ সরতেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, ঘুম ভেঙে চায়ের কাপ হাতে ব্যালকনিতে শিলিগুড়িবাসী
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Kangchenjunga seen clearly from Differents parts of North Bengal: সপ্তাহান্তে পাহাড়ে এখন পর্যটকদের ঢল। আগে বর্ষায় মানুষ পাহাড়ে যেতে না চাইলেও, নতুন প্রজন্ম পাহাড়ে বর্ষার অপরূপ শোভা দেখার আশায় ছুটে যাচ্ছে।
advertisement
1/5

*মেঘ সরতেই মাথা উঁচু শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখতে পেল পাহাড় থেকে শিলিগুড়ির বাসিন্দারা। আজ উধবার সকালে শিলিগুড়ির ঘুম ভেঙেছে কাঞ্চন দর্শনে। চায়ের কাপ নিয়ে মধ্যবিত্ত বাঙালি ব্যালকনিতে ছুটে যান নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে। প্রতিবেদন ও ছবিঃ পার্থ সরকার।
advertisement
2/5
*শিলিগুড়িঃ সাত সকালে কাঞ্চন দর্শন! পাহাড় তো বটেই শহর শিলিগুড়িরও আজ ঘুম ভেঙেছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দর্শন দিয়ে। ভরা বর্ষায় মেঘের চাদর সরতেই কাঞ্চন তার অপরূপ সৌন্দর্য্য মেলে ধরে। মুগ্ধ শহরবাসী।
advertisement
3/5
*দার্জিলিংঃ দার্জিলিংয়ের বিভিন্ন ভিউ পয়েন্ট থেকেও আজ একই ছবি সামনে এসেছে। দার্জিলিং স্টেশন থেকে উজ্জ্বল ঘুমন্ত বুদ্ধ, খুশি পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরা।
advertisement
4/5
*কালিম্পংঃ উত্তরবঙ্গের এক পাহাড়ি শহর কালিম্পংয়ে তো রীতিমতো মেঘ আর কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি। নীল আকাশে মেঘের ভেলা, একটু সরতেই সামনে এসেছে কাঞ্চনজঙ্ঘার স্নিগ্ধতা।
advertisement
5/5
*সপ্তাহান্তে পাহাড়ে এখন পর্যটকদের ঢল। আগে বর্ষায় মানুষ পাহাড়ে যেতে না চাইলেও, নতুন প্রজন্ম পাহাড়ে বর্ষার অপরূপ শোভা দেখার আশায় ছুটে যাচ্ছে। ফলে বর্ষার পাহাড়েও এখন সপ্তাহান্তে চোখে পড়ার মতো ভিড়। আর তাতেই অফ সিজন ভুলে ব্যবসার আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা। প্রকৃতিও কাউকে নিরাশ করছে না।