Kanchajungha Photos: আকাশ বা মন, কোথাও কালো মেঘ জমতে দেবেন না, রইল চকচকে কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে ফটো
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Kanchajungha Photos: শৈলশহর থেকে রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা দর্শন পেয়ে খুশি পর্যটকরা
advertisement
1/5

রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা দর্শন পেলেন পর্যটকরা। পাহাড়মুখী পর্যটকরা এই মুহূর্তে অত্যন্ত খুশি।কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অনেকেই প্রতিবছর পারি দেন দার্জিলিং-এ ।
advertisement
2/5
কিন্তু বর্ষার মরশুমে অতিরিক্ত কুয়াশা থাকায় কাঞ্চনজঙ্ঘার দেখা মেলেনি। তবে এদিন কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখে মুগ্ধ পর্যটকরা।
advertisement
3/5
ডুয়ার্সের অধিকাংশ এলাকা, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এই মুহূর্তে দার্জিলিঙে পর্যটকদের আনাগোনা রয়েছে।কাঞ্চনজঙ্ঘার দেখা মেলায় খুশি পর্যটকরা।
advertisement
4/5
দিল্লি , মুম্বই, বিহার এবং কলকাতা থেকে শৈল শহরে ভিড় জমাচ্ছেন প্রচুর পর্যটকরা। বছরের শুরুতেই এমন কাঞ্চনজঙ্ঘার রূপে কার্যত মুগ্ধ সকলে।
advertisement
5/5
স্থানীয় এক বাসিন্দা পাপ্পু ছেত্রী বলেন, “কাঞ্চনজঙ্ঘার দর্শন কপালে থাকলেই জোটে। কুয়াশার কারণে এতদিন দেখা মেলেনি কাঞ্চনজঙ্ঘার। আজ আকাশ পরিষ্কার কুয়াশাও নেই তাই কাঞ্চনজঙ্ঘা দেখে খুব খুশি পর্যটকেরা।”