TRENDING:

Kali Puja 2025: কালীপুজোর মণ্ডপেও ‘পুজো বন্ধু’ — নিরাপত্তায় নয়া উদ্যোগ শিলিগুড়ি পুলিশের

Last Updated:
Kali Puja 2025: দুর্গাপুজোর ভিড় ও উচ্ছ্বাসের রেশ কাটতে না কাটতেই শহরজুড়ে শুরু হয়েছে কালীপুজোর প্রস্তুতি। আলো, প্রতিমা, থিমে সাজছে শিলিগুড়ি। কিন্তু পুজোর আনন্দের মাঝেই প্রশাসনের প্রধান লক্ষ্য—নিরাপত্তা।
advertisement
1/8
কালীপুজোর মণ্ডপেও ‘পুজো বন্ধু’ — নিরাপত্তায় নয়া উদ্যোগ শিলিগুড়ি পুলিশের
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : দুর্গাপুজোর ভিড় ও উচ্ছ্বাসের রেশ কাটতে না কাটতেই শহরজুড়ে শুরু হয়েছে কালীপুজোর প্রস্তুতি। আলো, প্রতিমা, থিমে সাজছে শিলিগুড়ি। কিন্তু পুজোর আনন্দের মাঝেই প্রশাসনের প্রধান লক্ষ্য—নিরাপত্তা। তাই দুর্গাপুজোর সাফল্যের পর এবার কালীপুজোতেও শহরের প্রতিটি বড় মণ্ডপে থাকছে ‘পুজো বন্ধু’-র বিশেষ ব্যবস্থা।
advertisement
2/8
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতিটি বড় মণ্ডপে অন্তত পাঁচজন করে ‘পুজো বন্ধু’ নিযুক্ত করা হবে। এঁদের দায়িত্ব থাকবে—পুজোর দিনগুলোতে ভিড় নিয়ন্ত্রণ, হঠাৎ কোনও দুর্ঘটনা বা বিশৃঙ্খলা ঘটলে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। অর্থাৎ, একদিকে যেমন তাঁরা সাধারণ দর্শনার্থীদের সাহায্য করবেন, তেমনই অন্যদিকে পুলিশের সহযোগী হিসেবেও কাজ করবেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/8
দুর্গাপুজোর সময় এই উদ্যোগ কার্যকর করে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছিল শিলিগুড়ি পুলিশ। তাই সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার কালীপুজোতেও এই ব্যবস্থা চালু করা হচ্ছে। পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, “শহরে একাধিক বড় পুজো হয়, ভিড়ও বিপুল। তাই শুধুমাত্র পুলিশের পক্ষে সব জায়গায় একসঙ্গে উপস্থিত থাকা সম্ভব নয়। পুজো বন্ধু ব্যবস্থা সেই ঘাটতি পূরণ করবে। তাঁরা হবে পুলিশের চোখ ও কান।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/8
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাঁরা ‘পুজো বন্ধু’ হিসেবে কাজ করবেন তাঁদের ইতিমধ্যেই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শেখানো হচ্ছে, ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে অগ্নিকাণ্ড বা অন্য দুর্ঘটনার সময় কীভাবে কাজ করতে হবে। পাশাপাশি, আতঙ্ক না ছড়িয়ে কীভাবে পরিস্থিতি সামলাতে হয়, তাও শেখানো হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাঁদের পরিচয়পত্র ও বিশেষ জ্যাকেট দেওয়া হবে, যাতে তাঁরা সহজেই চিহ্নিত হন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/8
শিলিগুড়ি পুলিশের ট্রাফিক শাখাও সমন্বয় করে চলেছে এই কর্মসূচি। কারণ, কালীপুজোর সময় শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল প্রায় অচল হয়ে যায়। সেই জটের মধ্যেই দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সঙ্গে ‘পুজো বন্ধু’-র ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন কর্তারা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/8
পুজো কমিটিগুলিকেও আগেই জানানো হয়েছে, প্রতিটি মণ্ডপে এই উদ্যোগে অংশগ্রহণ বাধ্যতামূলক। যারা এখনো নাম দেয়নি, তাদের দ্রুত নাম জমা দেওয়ার নির্দেশও দিয়েছে পুলিশ। কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, এ বছর কালীপুজোয় শহরের অন্তত ৮০ শতাংশ বড় পুজো মণ্ডপে এই ব্যবস্থা চালু হবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
7/8
পুলিশের এক আধিকারিক জানান, “দুর্গাপুজোর সময় ‘পুজো বন্ধু’দের তৎপরতায় বহু বিপত্তি এড়ানো গিয়েছিল। এবার কালীপুজোতেও সেই একই সাফল্যের আশা করছি।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
8/8
শহরজুড়ে এখন কালীপুজোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। বড় বড় ক্লাবগুলিতে শেষ মুহূর্তের সাজসজ্জা চলছে জোরকদমে। তারই মধ্যে পুলিশের এই উদ্যোগ বাড়িয়েছে শহরবাসীর আস্থা। সকলের প্রত্যাশা, ‘পুজো বন্ধু’-দের হাত ধরেই এবারের কালীপুজো আরও নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Kali Puja 2025: কালীপুজোর মণ্ডপেও ‘পুজো বন্ধু’ — নিরাপত্তায় নয়া উদ্যোগ শিলিগুড়ি পুলিশের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল