Kalbaishakhi Alert: ঘন কালো মেঘে ঢাকবে আকাশ, ঝড় জলে শুরু হবে দুর্যোগ! কিছু জেলায় কয়েক ঘণ্টায় ধেয়ে আসছে কালবৈশাখী! সতর্কতা জারি আবহাওয়া দফতরের
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মে মাসের দহনজ্বালা জুড়িয়ে গত সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গের বহু জেলাতেই শুরু হয়েছে ঝড়বৃষ্টি। নিম্নচাপ আর ঘুূর্ণাবর্তের জেরে ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছিল হাওয়া অফিস।
advertisement
1/5

মে মাসের দহনজ্বালা জুড়িয়ে গত সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গের বহু জেলাতেই শুরু হয়েছে ঝড়বৃষ্টি। নিম্নচাপ আর ঘুূর্ণাবর্তের জেরে ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছিল হাওয়া অফিস।
advertisement
2/5
গত বৃহস্পতিবার কালবৈশাখীর দাপট দেখেছিল কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা-সহ একাধিক জেলা। এবারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর বঙ্গের পাঁচ জেলায়। এই জেলা গুলির মধ্যে রয়েছে, মালদা, দুই দিনাজপুর এবং দার্জিলিং ও জলপাইগুড়ি। এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।
advertisement
4/5
দুর্যোগের সময়, ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও ওই এলাকাগুলিতে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
5/5
ঝড়ের সময় মাঠ, খোলা আকাশের নীচে থাকতে বারণ করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। ওই সময় শক্ত পাকা বাড়ির মধ্যে আশ্রয় নিতে বলা হয়েছে। ঝড় এবং বজ্রপাতের সময় প্রভাবিত অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।