Jawan Returns To Duty: দেশমাতৃকা সকলের আগে, ছেলের চিকিৎসার জন্যে এসেছিলেন ঘরে, ডিউটিতে ডাক পেতেই দৌড়লেন সীমান্তে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jawan Returns To Duty: ছেলের চিকৎসার জন্য ছুটিতে বাড়ি এলেও ডাক পড়ল সীমান্তে! সব ফেলে ছুটলেন এই জওয়ান!
advertisement
1/5

যুদ্ধক্ষেত্রে যাবার আগে এক আবেগঘন বিদায় জানানো হল ধূপগুড়ির সেনা জওয়ান সুকান্ত রায়কে। ছেলেকে পুজো করছে মা যুদ্ধ আবহাওয়ার কারণে।
advertisement
2/5
পাকিস্তান সীমান্তে ডিউটির যাওয়ার ধূপগুড়ি স্টেশন সংলগ্ন মন্দিরে তাঁর মঙ্গল কামনায় আয়োজিত হয় বিশেষ পুজো। সেই পুজোর ফুল কপালে দিয়ে মা আশীর্বাদ করছে যদি ঠিকমতো ফিরে আসে তার কোলে।
advertisement
3/5
স্থানীয়রা ফুল, ধূপ, প্রসাদ দিয়ে তাঁকে বিদায় জানান। প্রার্থনায় শুধু সুকান্ত নয়, দেশের সমস্ত সেনার সুরক্ষা থাকে।
advertisement
4/5
গ্রামবাসীদের মনে একদিকে গর্ব, অন্যদিকে উদ্বেগও রয়েছে। তাঁদের একটাই চাওয়া—সেনার পোশাকে দেশের বিজয়ী সন্তান সুকান্ত যেন সুস্থ শরীরে নিজের মাটিতে ফিরে আসেন।
advertisement
5/5
গ্রামবাসীরা বলেন, “সেনারা আমাদের জন্য প্রাণ দেয়। এই প্রার্থনা তাঁদের প্রতি আমাদের ভালোবাসা।” সুকান্ত বর্তমানে রাজস্থানে যাচ্ছেন দেশের সীমান্ত রক্ষার কাজে।