Jalpaiguri Weather : আবহাওয়ার অন্য খেলা! বৃষ্টিতে ভাসছে দক্ষিণ, অথচ পুজোর আগে গরমে নাজেহাল উত্তরবঙ্গ
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Jalpaiguri Weather : দক্ষিণবঙ্গ ভাসিয়ে দিচ্ছে বৃষ্টি। অথচ উত্তরবঙ্গের এই জেলায় গরমে কাহিল মানুষ। ভয়ে রাস্তায় থাকছেন না কেউ। পুজোর আগে আবহাওয়ার অন্য খেলা।
advertisement
1/5

দক্ষিণবঙ্গ ভাসিয়ে দিচ্ছে বৃষ্টি। পুজোর মুখে মাথায় হাত উদ্যোক্তাদের। মঙ্গলবার বৃষ্টি কাঁপিয়ে দিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিকে। কিন্তু পরেরদিন বুধবার জলপাইগুড়িতে যে ছবি দেখা গেল, তা দেখে সহজে বিশ্বাস করা কঠিন। <strong>(ছবি ও তথ্য -শান্তনু কর)</strong>
advertisement
2/5
দক্ষিণে যখন বৃষ্টি, তখন উত্তরের এই জেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। যদিও মঙ্গলবার থেকেই এই পরিস্থিতির শুরু হয়েছিল।
advertisement
3/5
গরমে জেরবার জলপাইগুড়ি। সকাল থেকেই চড়েছে তাপমাত্রার পারদ। এদিন সকাল থেকেও তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েছেন বাসিন্দারা। একটু বেলা বাড়তেই রাস্তাঘাট প্রায় শুনশান হয়ে যাচ্ছে।
advertisement
4/5
পুজোর আগে এমন আবহাওয়ার মুখোমুখি হয়ে সাধারণ মানুষ অবাক। একই সঙ্গে গরমের চোটে কাহিল পড়ছেন সকলে। রোদের তাপ থেকে বাঁচতে ছাতা মাথায় বাইরে যাচ্ছেন সবাই। সবছেকে বেশি সমস্যায় পড়েছেন প্রবীণরা। তাড়াতাড়ি জরুরি কাজ শেষ করে বাড়িমুখী বেশিরভাগ মানুষ।
advertisement
5/5
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, একানাগাড়ে বৃষ্টিপাত চলছে। ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি রয়েছে। সেই আদ্রতাজনিত অস্বস্তির সঙ্গে যখনই তারমাত্রার পারদ একটু বাড়ছে, তখন এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ফলে ভোগান্তির মুখে সাধারণ মানুষ। <strong>(ছবি ও তথ্য -শান্তনু কর)</strong>