TRENDING:

মঙ্গলারতি থেকে ভক্তিগীতি! মা সারদার তিথি পুজোয় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে দিনভর নানা আয়োজন, কখন, কী অনুষ্ঠান রয়েছে জানুন 

Last Updated:
Jalpaiguri Sarada Maa 173th Birth Anniversary: শ্রদ্ধা ও ভক্তির আবহে জলপাইগুড়িতে পালিত হচ্ছে শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭৩'তম শুভ জন্মতিথি। বৃহস্পতিবার সকাল থেকেই রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে ভক্ত-অনুরাগীদের ঢল।
advertisement
1/5
মঙ্গলারতি থেকে ভক্তিগীতি! মা সারদার তিথি পুজোয় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে দিনভর নানা আয়োজন
শ্রদ্ধা ও ভক্তির আবহে জলপাইগুড়িতে পালিত হচ্ছে শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭৩'তম শুভ জন্মতিথি। বৃহস্পতিবার সকাল থেকেই রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে ভক্ত-অনুরাগীদের ঢল। কখন, কী অনুষ্ঠান রয়েছে জানুন বিস্তারিত। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
2/5
পুষ্পস্তবক, ধূপধুনো আর মন্ত্রোচ্চারণে আশ্রমজুড়ে তৈরি হয় পবিত্র ও শান্তিময় পরিবেশ। আশ্রম সূত্রে জানা যায়, দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এদিন মা সারদা দেবীর তিথি পূজা সম্পন্ন হচ্ছে। সকাল থেকে শুরু হয়েছে মঙ্গলারতি, বেদান্ত পাঠ, বিশেষ পূজা, শ্রীমায়ের কথা পাঠ, হোম, লীলা গীতি, পুষ্পাঞ্জলি এবং শেষে প্রসাদ বিতরণ। ভোর থেকেই আশ্রমে উপস্থিত বহু ভক্ত স্বচক্ষে এই মহতি আয়োজনে শামিল হন।
advertisement
3/5
আজকের তিথি পূজার কর্মসূচি ভোরের মঙ্গলারতি দিয়ে সকাল ৪টা ৩০ মিনিটে শুরু হয়। এরপর ভোর ৫টায় অনুষ্ঠিত হয় বেদান্ত পাঠ। সকাল ৭টায় শুরু হয় বিশেষ পূজা এবং সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় শ্রীমায়ের কথা পাঠ। তারপর সকাল ৯টা ৩০ মিনিটে হোম অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হয় লীলা গীতি এবং দুপুর ১২টা ৪৫ মিনিটে পুষ্পাঞ্জলি দেওয়া হয়।
advertisement
4/5
পুষ্পাঞ্জলির পর দুপুর ১টায় প্রসাদ বিতরণ। সন্ধ্যায় ৬টা ৩০ মিনিটে সন্ধ্যারতি, তার পর সন্ধ্যা ৭টায় শ্রীমায়ের জীবনী ও বাণী নিয়ে আলোচনা এবং শেষে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হতে চলেছে ভক্তিগীতি।
advertisement
5/5
আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরও জন্মতিথি উপলক্ষে বিপুল ভক্তসমাগম লক্ষ্য করা গিয়েছে। মা সারদার আদর্শ, ভালবাসা, নিঃস্বার্থতা ও মানবসেবার বাণী স্মরণ করে ভক্তরা দিনভর প্রার্থনা ও পূজা-অর্চনায় যোগ দিচ্ছেন। এই বিশেষ দিনে আশ্রম প্রাঙ্গণ যেন ভক্তির উজ্জ্বল আলোয় আধ্যাত্মিকতার উৎসবে পরিণত হয়েছে। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
মঙ্গলারতি থেকে ভক্তিগীতি! মা সারদার তিথি পুজোয় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে দিনভর নানা আয়োজন, কখন, কী অনুষ্ঠান রয়েছে জানুন 
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল