TRENDING:

Jalpaiguri News: উত্তরবঙ্গে মাছের রাজা, স্বাদে ফেল ইলিশও! সেই মাছের মড়ক, তিস্তায় ভেসে উঠছে শয়ে শয়ে

Last Updated:
Jalpaiguri News: তিস্তা নদীতে আচমকা বিপুল পরিমাণ মৃত মাছ ভেসে উঠতে দেখে চাঞ্চল্য ছড়াল মরিচবাড়ি রেল সেতু সংলগ্ন এলাকায়।
advertisement
1/5
উত্তরবঙ্গে মাছের রাজা, স্বাদে ফেল ইলিশও! সেই মাছের মড়ক, তিস্তায় ভেসে উঠছে শয়ে শয়ে
তিস্তা নদীতে আচমকা বিপুল পরিমাণ মৃত মাছ ভেসে উঠতে দেখে চাঞ্চল্য ছড়াল মরিচবাড়ি রেল সেতু সংলগ্ন এলাকায়। মঙ্গলবার ভোরে স্থানীয় বাসিন্দারা প্রথম নদীর ওপর ভেসে থাকা বোরলি, বোয়াল, আড়সহ একাধিক প্রজাতির নদীয়ালী মাছ দেখতে পান। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। (ছবি ও তথ্য - সুরজিৎ দে)
advertisement
2/5
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে অসাধু কিছু মৎস্যজীবী বেশি মাছ ধরার উদ্দেশ্যে নদীতে বিষ তেল বা কোনও ধরনের রাসায়নিক মিশিয়ে থাকতে পারে। তাদের দাবি, এমন বেআইনি কাজের জেরে নদীর বড় অংশে মাছ মারা পড়েছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত এই ধরনের বিষ প্রয়োগ ও অবৈধ মাছ ধরার ঘটনা ঘটলেও কঠোর নজরদারির অভাবে দুষ্কৃতীরা বারবার নদীর জীববৈচিত্র্য ধ্বংস করছে বলে অভিযোগ ওঠে।
advertisement
3/5
খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছে যান জেলা মৎস্য দফতরের আধিকারিকরা। তারা মৃত মাছ সংগ্রহের পাশাপাশি নদীর জল নমুনাও সংগ্রহ করেন।
advertisement
4/5
জেলা মৎস্য দফতরের সহকারী অধিকর্তা রমেশ চন্দ্র বিশ্বাস জানান, “মাছগুলির মৃত্যু বিষাক্ত কোনও পদার্থ প্রয়োগের ফলেই হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে নিশ্চিত হতে জল পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।” পাশাপাশি তিনি স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন।
advertisement
5/5
পরিবেশবিদদের মতে, নদীতে এভাবে বিষ প্রয়োগ কেবল মাছ নয়, গোটা নদীজ বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে নদীর জলমান নষ্ট হয়, অন্য জলজ প্রাণী ও পাখির জীবনও হুমকির মুখে পড়ে। স্থানীয়রা প্রশাসনের কাছে নিয়মিত নজরদারি ও অভিযানের দাবি জানিয়েছেন। (ছবি ও তথ্য - সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: উত্তরবঙ্গে মাছের রাজা, স্বাদে ফেল ইলিশও! সেই মাছের মড়ক, তিস্তায় ভেসে উঠছে শয়ে শয়ে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল