TRENDING:

Jalpaiguri News: ঘরছাড়া গণ্ডার জলপান করতে হাজির ভ্রমণপিপাসুদের কাছাকাছি! খবর পেয়েই দেখতে ছুটল পর্যটকরা

Last Updated:
Jalpaiguri News: রাত ১০টা নাগাদ হঠাৎই জলপাইগুড়ির মালবাজারের রামসাইতে দেখা মিলল গন্ডারের। দেখতে ভিড় জমল পর্যটকদের।
advertisement
1/5
জলপান করতে পর্যটকদের কাছাকাছি হাজির গণ্ডার, খবর পেয়েই দেখতে ছুটল সবাই
ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা। হঠাৎই জলপাইগুড়ির রামসাইতে দেখা মিলল গন্ডারের। জঙ্গল থেকে গন্ডার জল নদীতে জল খেতে। আর সেই খবর পর্যটকদের কাছে যেতেই রাতেই হঠাৎই পৌঁছল পর্যটকরাও। (ছবি ও তথ্য - কৌশিক অধিকারী)
advertisement
2/5
মুর্তি নদীতে একশৃঙ্গ গণ্ডারকে দেখা যায় রাতে। জলপাইগুড়ি জেলার অন্তর্গত রামশাই গ্রাম। গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। আর সেই গ্রামে হঠাৎই একটি গন্ডার দেখা যায় বলেই জানা যায়। শীতের কুয়াশার মধ্যে দেখা যায় গন্ডারকে। আর গন্ডার তাড়াতে ছুটে আসে বন দফতরের আধিকারিকরা।
advertisement
3/5
বিট অফিসার জানিয়েছেন, “মুর্তি নদীর মধ্যে থেকে নদী পেরিয়ে গরুমারা জঙ্গলে প্রবেশ করেছে। বর্তমানে সে নিরাপদ স্থানে রয়েছে। বনকর্মীরা বিষয়টির উপর কড়া নজর রাখছেন।” মধ্যে রাত পর্যন্ত তাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
advertisement
4/5
বন দফতরের কর্মীরা জানিয়েছেন, চকলেট বোম ফাটিয়ে জঙ্গলের মধ্যে পাঠানো হয়েছে। তবে জল খেতেই নদীতে এসেছিলেন এই গন্ডার।
advertisement
5/5
রাতে গন্ডারের দেখা যেতেই সেখানে পর্যটকরাও যেতে শুরু করেছেন। কিন্তু এখনও বন দফতরের মাথা ব্যাথার কারণ 'ঘরছাড়া' গণ্ডাররা। গণ্ডারকে ইতিমধ্যে উদ্ধার করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। তবে মধ্যে রাত পর্যন্ত অভিযান করে একটি গণ্ডারকে জঙ্গলে ফেরাল বন দফতর। ছবি ও তথ্য- কৌশিক অধিকারী।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ঘরছাড়া গণ্ডার জলপান করতে হাজির ভ্রমণপিপাসুদের কাছাকাছি! খবর পেয়েই দেখতে ছুটল পর্যটকরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল