Jalpaiguri News: বহুদিন বন্ধ থাকার পর ফের চালু হল মালবাজারের ঐতিহ্যবাহী ঘড়ি
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
দীর্ঘ অপেক্ষার পর ফের সময় জানাতে শুরু করেছে মালবাজার শহরের ঐতিহ্যের অন্যতম প্রতীক ঘড়ি মোড়ের ঘড়ি। বহুদিন অকেজো হয়ে থাকা এই ঘড়ি আবার সচল হওয়ায় এলাকাবাসীর মুখে খুশির হাসি
advertisement
1/5

দীর্ঘ অপেক্ষার পর ফের সময় জানাতে শুরু করেছে মালবাজার শহরের ঐতিহ্যের অন্যতম প্রতীক ঘড়ি মোড়ের ঘড়ি। বহুদিন অকেজো হয়ে থাকা এই ঘড়ি আবার সচল হওয়ায় এলাকাবাসীর মুখে খুশির হাসি। শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই ঘড়ি শুধু সময়ই জানায় না, মালবাজারের পরিচয়, গর্ব আর স্মৃতিকে একসঙ্গে ধরে রাখে।
advertisement
2/5
স্টেশন রোড থেকে দৈনিক বাজার বা হাউজিংয়ের পথে যাতায়াতকারী মানুষের কাছে ঘড়ি মোড় বরাবরই একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। একইসঙ্গে পর্যটক ও বাইরের জেলার মানুষদের কাছে এটি জনপ্রিয় সেলফি পয়েন্টও বটে! ২০১৭ সালে নিউটাউনের বিগ-বেন টাওয়ারের আদলে এর আধুনিক সংস্কার করা হয়েছিল, যা দেখতে তখন ভিড় জমেছিল শহরবাসী ও আগন্তুকদের।
advertisement
3/5
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণের অভাবে অচল হয়ে পড়েছিল ঘড়িটি। অবশেষে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ীর উদ্যোগে ঘড়িটি ফের চালু করা হয়।
advertisement
4/5
ঘড়ির ঘণ্টাধ্বনি শোনা মাত্রই শহরের মানুষ ছুটে এসেছে ঘড়ি মোড়ে...কেউ ভিডিও করছেন, কেউ ছবি তুলছেন, কেউ আবার শুধু দাঁড়িয়ে শুনছেন সেই বহুদিনের পরিচিত সুর।
advertisement
5/5
এলাকার বাসিন্দা গোপাল দাসের কথায়, '' এই ঘড়ি আমাদের শহরের অন্যতম প্রতীক। ঘড়িটি ফের চলতে শুরু করায় পুরসভাকে ধন্যবাদ।'' পুরনো ঐতিহ্য নতুন সাজে ফিরে আসায় মালবাজার যেন ফের নিজের ছন্দ ফিরে পেল।