Jalpaiguri News: বোঝো কাণ্ড! রাস্তার মধ্যে দাঁড়িয়ে গজরাজ, থমকে গেল যান চলাচল, ডুয়ার্সে তুলকালাম
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে নদীর ধারে ও বিভিন্ন চা-বাগানে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল এই অসুস্থ হাতিটিকে।
advertisement
1/5

জলপাইগুড়ির গাজলডোবা থেকে ওদলাবাড়ি সংযোগ সড়কে বুধবার ফের দেখা মিলল সেই অসুস্থ হাতিটির। ওদলাবাড়ির কাছে তারঘেরার জঙ্গলের মোড়ে হঠাৎই রাস্তার ওপর উঠে দাঁড়ায় বিশাল গজরাজ। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
2/5
প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে নদীর ধারে ও বিভিন্ন চা-বাগানে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল এই অসুস্থ হাতিটিকে।
advertisement
3/5
বুধবার দুপুরে আচমকাই সে রাস্তার ওপর দাঁড়িয়ে পড়ে। গাড়িচালকরা দূর থেকেই থমকে যান। স্থানীয় গাড়িচালক দীপেন পাল বলেন, “হঠাৎ দেখি রাস্তার মোড়ে দূরে দাঁড়িয়ে আছে বিশাল গজরাজ।"
advertisement
4/5
তিনি আরও জানান, "আমরা সবই গাড়ি থামিয়ে দিই। পরে বন দফতর কর্মীরা এসে অনেক চেষ্টা করে হাতিটিকে জঙ্গলের দিকে ঠেলে নিয়ে যায়।"
advertisement
5/5
ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে হাতিটিকে তার ঘেরার জঙ্গলে ফিরিয়ে নিয়ে যেতে সফল হন। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। অসুস্থ হাতিটি আপাতত জঙ্গলের ভেতরেই রয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)