TRENDING:

Market Fire: খাল কেটে কুমির ডাকা! রাস্তা দখল করে ব্যবসা, ঢুকতে বেগ পেল দমকল! অসচেতনতার ভয়াবহ পরিণাম

Last Updated:
Jalpaiguri Market Fire: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পুরাতন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। কমপক্ষে ১০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই।
advertisement
1/5
খাল কেটে কুমির ডাকা! বাজারে ঢুকতে বেগ পেল দমকল, রাস্তা দখল করে ব্যবসার ভয়াবহ পরিণাম
সাতসকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পুরাতন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ভোররাতে হঠাৎই বাজারের একাংশে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় একের পর এক দোকান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কমপক্ষে ১০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। (ছব ও তথ্য - সুরজিৎ দে)
advertisement
2/5
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকলের দু’টি ইঞ্জিন দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পুরসভার আধিকারিকরাও।
advertisement
3/5
ময়নাগুড়ি থানার আইসি নিজে দাঁড়িয়ে থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখেন। দমকল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
advertisement
4/5
যদিও আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ প্রশাসন। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখছে ময়নাগুড়ি পুরসভাও।উল্লেখযোগ্যভাবে, বাজারের ভিতরে একটি মিষ্টির দোকানে একাধিক গ্যাস সিলিন্ডার মজুত ছিল। আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত সেগুলি সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়, ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়।
advertisement
5/5
ঘটনাস্থলে উপস্থিত ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান ঝুলন গোস্বামী জানান, “পুরসভার পক্ষ থেকে বারবার ব্যবসায়ীদের বাজারের ভিতরে ঢোকার রাস্তা খালি রাখতে বলা হয়েছে। কিন্তু অনেকেই সেই নির্দেশ মানেননি। দোকানের সামগ্রী রাস্তায় ফেলে রাখার কারণেই দমকলের কাজে কিছুটা অসুবিধা হয়। তবে দমকল বাহিনী আজ অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে। ভোররাতে আগুন লাগে এবং প্রায় দশটি দোকান পুড়ে গিয়েছে।” অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন। (ছবি ও তথ্য - সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Market Fire: খাল কেটে কুমির ডাকা! রাস্তা দখল করে ব্যবসা, ঢুকতে বেগ পেল দমকল! অসচেতনতার ভয়াবহ পরিণাম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল