TRENDING:

Leopard Rescue: চা বাগানে ঘাপটি মেরে বসে লেপার্ড! হালুম করার আগেই খাঁচাবন্দি, বাঘ দেখার সে কী হিড়িক

Last Updated:
Jalpaiguri Leopard Rescue: মুরগি ধরতে এসে নিজের ধরা পড়ল। লোকালয়ে ঢুকে চা বাগানে ঘাপটি মেরে বসেছিল লেপার্ড। তাকে এক ঝলক দেখতেই উৎসুক জনতার ভিড়। ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সের চক মৌলানি হরিসভা এলাকায়।
advertisement
1/5
চা বাগানে ঘাপটি মেরে বসে লেপার্ড! হালুম করার আগেই খাঁচাবন্দি, বাঘ দেখার সে কী হিড়িক
মুরগি ধরতে এসেই বিপত্তি। ধরা পড়ল জঙ্গলের ত্রাস। চোর দেখতে ভিড় উৎসুক জনতার। লোকালয়ে ঢুকে চা বাগানে ঘাপটি মেরে বসেছিল একটি লেপার্ড। তাকে এক ঝলক দেখতেই উৎসুক জনতার ভিড়, মোবাইলে ছবি তোলার হিড়িক আর তাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সের চক মৌলানি হরিসভা এলাকায়। (ছবি ও চিত্র: সুরজিৎ দে)
advertisement
2/5
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষক রোহিনী রায়ের চা বাগানে প্রথম লেপার্ডটিকে দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা। প্রাথমিক অনুমান, খাবারের খোঁজে ছাগল বা মুরগি ধরতেই এসেছিল সেই লেপার্ড। মুহূর্তের মধ্যেই সেই খবর ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। লেপার্ড দেখতে ছুটে আসেন বহু মানুষ।
advertisement
3/5
লেপার্ডটি খানিক দুর্বল ও অসুস্থ থাকায় স্বাভাবিকের তুলনায় নিস্তেজ ছিল, ফলে অনেকেই বিপদের তোয়াক্কা না করে একেবারে কাছে গিয়ে ছবি তুলতে শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠলে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রথমে ভিড় সরিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যায় সাধারণ মানুষকে।
advertisement
4/5
এরপর বনদফতরকে জানানো হলে দ্রুত সেখানে পৌঁছায় রামশাই মোবাইল স্কোয়াডের বনকর্মীরা। দীর্ঘ সতর্কতার সঙ্গে চা বাগানে ঢুকে জালের সাহায্যে অসুস্থ লেপার্ডটিকে উদ্ধার করেন বনকর্মীরা। পরে তাকে চিকিৎসার জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
advertisement
5/5
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই এলাকায় এর আগে কখনও লেপার্ড দেখা যায়নি। ফলে হঠাৎ এমন ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বনদফতরের পক্ষ থেকে মানুষকে সতর্ক থাকার পাশাপাশি বন্যপ্রাণীর দেখা পেলে ভিড় না করার এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে। মানুষ ও বন্যপ্রাণ দু’পক্ষের নিরাপত্তা নিশ্চিত করাই এই ধরনের ঘটনায় সবচেয়ে জরুরি, তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ডুয়ার্সের এই ঘটনা। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Leopard Rescue: চা বাগানে ঘাপটি মেরে বসে লেপার্ড! হালুম করার আগেই খাঁচাবন্দি, বাঘ দেখার সে কী হিড়িক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল