TRENDING:

Jalpaiguri Gorumara Safari: বড়দিনের আগে খুশির খবর! বৃহস্পতিবারও খোলা থাকবে গরুমারা জঙ্গল, বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের

Last Updated:
Jalpaiguri Gorumara Safari: হাতেগোনা আর কদিন বাদেই বড়দিন আর নতুন বছরের আগমনী! ছুটির এই দিনগুলোয় জঙ্গল সাফারি করার প্ল্যান রয়েছে? এদিকে গুরুত্বপূর্ণ এই দুটো দিনই বৃহস্পতিবার পড়ায় পিছিয়ে যাচ্ছেন? কারণ বৃহস্পতিবার মানেই জঙ্গল সাফারি তো বন্ধ! না, এবার পর্যটকদের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বন দফতর। স্বস্তির খবর রইল ভ্রমণ প্রেমীদের জন্য।
advertisement
1/5
বড়দিনের আগে খুশির খবর! বৃহস্পতিবারও খোলা থাকবে গরুমারা জঙ্গল, বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের
হাতেগোনা আর কদিন বাদেই বড়দিন আর নতুন বছরের আগমনী! ছুটির এই দিনগুলোয় জঙ্গল সাফারি করার প্ল্যান রয়েছে? এদিকে গুরুত্বপূর্ণ এই দুটো দিনই বৃহস্পতিবার পড়ায় পিছিয়ে যাচ্ছেন? কারণ বৃহস্পতিবার মানেই জঙ্গল সাফারি তো বন্ধ! না, এবার পর্যটকদের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বন দফতর। স্বস্তির খবর রইল ভ্রমণ প্রেমীদের জন্য। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
2/5
সাধারণত সপ্তাহের ছয় দিন সাফারি চালু থাকলেও বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে সাফারি বন্ধ থাকে। কিন্তু চলতি বছরে বড়দিন (২৫ ডিসেম্বর) ও ইংরেজি নববর্ষ (১ জানুয়ারি)—এই দু’টি গুরুত্বপূর্ণ দিনই বৃহস্পতিবার পড়ায় পর্যটন শিল্পে বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
advertisement
3/5
এই পরিস্থিতিতে বন দফতরের তরফে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার গরুমারা জঙ্গল খোলা থাকবে। ওই দিন জিপ সাফারি ও হাতি সাফারি—সবকিছুই অন্যান্য দিনের মতো স্বাভাবিক নিয়মে চালু থাকবে। বন দফতরের এই সিদ্ধান্তে খুশি পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে দেশ-বিদেশ থেকে আসা পর্যটকেরাও।
advertisement
4/5
বছরের এই সময়টিতে গরুমারা জঙ্গলে পর্যটকদের ভিড় উপচে পড়ে। বড়দিন ও নববর্ষ উপলক্ষে হোটেল, লজ ও রিসর্টগুলিতে আগেভাগেই বুকিং প্রায় পূর্ণ হয়ে যায়। এমন পরিস্থিতিতে সাফারি বন্ধ থাকলে পর্যটকদের হতাশ হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়তে পারত স্থানীয় পর্যটন ব্যবসাও। সেই বিষয়টি মাথায় রেখেই ২৫ ডিসেম্বর জঙ্গল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
advertisement
5/5
এর পাশাপাশি ১ জানুয়ারি বৃহস্পতিবারও জঙ্গল খোলা থাকবে। গরুমারা ডিভিশনের অতিরিক্ত ডিএফও রাজীব দেব জানান, পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করেই বড়দিনে জঙ্গল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নববর্ষের দিনও খোলা থাকবে। সব মিলিয়ে উৎসবের মরশুমে গরুমারা জঙ্গলকে ঘিরে পর্যটনের আশা আরও এক ধাপ বাড়ল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Jalpaiguri Gorumara Safari: বড়দিনের আগে খুশির খবর! বৃহস্পতিবারও খোলা থাকবে গরুমারা জঙ্গল, বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল