Jalpaiguri News: ঝিরিঝিরি বৃষ্টির বিকেলে জলপাইগুড়ির জঙ্গলে ভয়ানক দৃশ্য...! পালানোর পথ নেই, কী হল শেষমেশ?
- Published by:
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
গয়েরকটা থেকে দুরামারি যাওয়ার রাস্তায় হঠাৎই চলাচল বন্ধ হয়ে যায়। থমকে গেল একের পর এক যান। একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা বিশাল দাঁতালকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
advertisement
1/5

ঝিরিঝিরি বৃষ্টির বিকালে জলপাইগুড়ির মরাঘাট জঙ্গলে বিরল এক দৃশ্য। দেখা মিলল তার। রাস্তার মাঝেই দাঁড়িয়ে পড়ল এক দলছুট গজরাজ।
advertisement
2/5
গয়েরকটা থেকে দুরামারি যাওয়ার রাস্তায় হঠাৎই চলাচল বন্ধ হয়ে যায়। থমকে গেল একের পর এক যান। একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা বিশাল দাঁতালকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
advertisement
3/5
নিত্যযাত্রী ও স্থানীয়রা পড়েন সমস্যায়। কেউ কেউ আবার কৌতূহলবশত দাঁড়িয়ে পড়েন সেই দৃশ্য দেখতে।
advertisement
4/5
দুই ধারে জঙ্গল। মাঝে রাস্তায় বিশালাকার বনহাতি। অবশেষে বন দফতরকে খবর দেওয়া হল। দ্রুত কর্মকর্তারা পৌঁছলেন। তাঁরা পটকাবাজি ফাটিয়ে হাতিটিকে ধীরে ধীরে জঙ্গলের দিকে ফিরিয়ে নিয়ে গেলেন।
advertisement
5/5
স্থানীয় বাসিন্দা বিকাশ বসাক, তিনি ওই রাস্তাতে চলাচল করেন। মাঝেমধ্যেই দেখতে পান দলছুট হয়ে যাওয়া গজরাজকে। যারা বৃষ্টি পড়লেই বেরিয়ে আসে রাস্তার মধ্যে। সুরজিৎ দে