TRENDING:

Snake : এত বড় সাপ! কত ফিট লম্বা জানেন? এমন প্রকাণ্ড আকারের কোবরা দেখে এলাকায় ছুটোছুটি! হাড়হিম হয়ে যাবে সাপটিকে দেখে

Last Updated:
Cobra Snake : বন্যা পরিস্থিতির সময় নদীর জলে বেয়ে এলাকায় ঢুকে পড়েছিল বিশালকারের এই জন্তুটি।এরপরেই মাদারিহাট এলাকার বিভিন্ন স্থানে দেখা গিয়েছে সেটিকে। তবে বন কর্মীদের নাগালে আসছিল না ১৪ ফুট লম্বা কিং কোবরা সাপটি।
advertisement
1/5
এত বড় সাপ! কত ফিট লম্বা জানেন? এমন প্রকাণ্ড আকারের কোবরা দেখে এলাকায় ছুটোছুটি!
মাদারিহাট, অনন্যা দে: বন্যা পরিস্থিতির সময় নদীর জল বেয়ে এলাকায় ঢুকে পড়েছিল বিশালাকারের এই সাপ। এর পরেই মাদারিহাট এলাকার বিভিন্ন স্থানে দেখা গিয়েছে সেটিকে। তবে বন কর্মীদের নাগালে আসছিল না ১৪ ফুট লম্বা কিং কোবরা সাপটি।
advertisement
2/5
অবশেষে এদিন বনকর্মীরা সকাল থেকে বিকেল পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার পর জনবসতি এলাকা থেকে উদ্ধার করে কিং কোবরা সাপটিকে। বিশাল আকার কিং কোবরা সাপ এই প্রথম এই এলাকায় দেখা গেল বলে জানা যায়। মাদারিহাটের প্রধান নগর এলাকার ত্রাস হয়ে উঠেছিল এই সাপটি।
advertisement
3/5
সাধারণত অন্যান্য দিন বিকেলের পরেই সাপটির উৎপাত বেড়ে যেত। হাঁস, মুরগির ছানা বাড়িতে রাখা মুশকিল হয়ে যাচ্ছিল। কালো রঙের এই সাপটিকে দেখেই ভয় পেতেন সকলে।
advertisement
4/5
এদিন সকাল থেকেই এলাকায় ঘুরে বেরচ্ছিল সাপটি। স্থানীয়রা দেখতে পেয়ে জলদাপাড়া বন বিভাগে খবর দেয়। জলদাপাড়া বন বিভাগের সাপ ধরার বিশেষ টিম বিশাল আকার কিং কোবারা সাপটিকে উদ্ধার করে।
advertisement
5/5
পরিবেশ প্রেমী সুপেন দাস জানিয়েছেন, "এত বড় সাপ আগে এই এলাকায় দেখা যায়নি। সাপটির সুরক্ষার জন্য বন কর্মীদের ডাকা হয়। বন্য জন্তুর সুরক্ষা প্রথমে সুনিশ্চিত করা উচিত।"
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Snake : এত বড় সাপ! কত ফিট লম্বা জানেন? এমন প্রকাণ্ড আকারের কোবরা দেখে এলাকায় ছুটোছুটি! হাড়হিম হয়ে যাবে সাপটিকে দেখে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল