TRENDING:

Snake : গাছের ডালে রোদ পোহাচ্ছে বিশাল সাপ! জলপাইগুড়ির এলাকায় আতঙ্ক, দৃশ্য দেখতে রাস্তার উপর জমে গেল ভিড়

Last Updated:
Cobra Snake : সাপটি গাছের কাণ্ডের সঙ্গে শক্ত করে জড়িয়ে ছিল এবং রোদের উষ্ণতা নিচ্ছিল বলেই অনুমান স্থানীয়দের। ভয় ও কৌতূহল মিলিয়ে বহু মানুষ ভিড় জমাতে শুরু করায় পরিস্থিতি সামলাতে এলাকার কয়েকজন মিলে চারদিক ফাঁকা রাখার চেষ্টা করেন। 
advertisement
1/5
গাছের ডালে রোদ পোহাচ্ছে বিশাল সাপ! জলপাইগুড়ির এলাকায় আতঙ্ক
গাছের ডালে ঝুলে রোদ পোহাচ্ছে দড়ির মতো কি! বুঝতে পেরেই হতবাক এলাকাবাসী! একি গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে বিশাল সাপ! ঘটনায় জলপাইগুড়ির বাবুপাড়ায় চাঞ্চল্য।
advertisement
2/5
জলপাইগুড়ি শহরের মাঝেই হঠাৎ দেখা মিলল এক বিরাট আকারের সাপের। সকালবেলা রোদ উঠতেই বাবুপাড়া কালি মন্দিরের উলটো দিকের একটি উঁচু গাছের মাঝখানে মাথা ও শরীরের বেশ খানিকটা অংশ বের করে দিয়ে বসেছিল সাপটি। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। রাস্তায় যাতায়াত করা মানুষজন গাড়ি–বাইক থামিয়ে দাঁড়িয়ে পড়েন শুধু সাপটিকে এক ঝলক দেখার জন্য।
advertisement
3/5
স্থানীয়দের দাবি, এমন বড় আকারের সাপ এর আগে তারা কখনও শহরের মধ্যে দেখেননি। একজন প্রত্যক্ষদর্শী বলেন, “এত বড় সাপ এখানে কীভাবে এলো, ভাবতেই পারছি না। দূর থেকে দেখলেও গা শিউরে উঠছে।” আরেকজন জানান, প্রথমে তারা মনে করেছিলেন গাছের ফাঁকে কোনও কাপড় কিংবা ঝুলে থাকা ডাল দেখা যাচ্ছে, পরে বুঝতে পারেন সেটি আসলে সাপ।
advertisement
4/5
সাপটি গাছের কাণ্ডের সঙ্গে শক্ত করে জড়িয়ে ছিল এবং রোদের উষ্ণতা নিচ্ছিল বলেই অনুমান স্থানীয়দের। ভয় ও কৌতূহল মিলিয়ে বহু মানুষ ভিড় জমাতে শুরু করায় পরিস্থিতি সামলাতে এলাকার কয়েকজন মিলে চারদিক ফাঁকা রাখার চেষ্টা করেন।
advertisement
5/5
এ বিষয়ে সংশ্লিষ্ট মহল জানিয়েছেন, শীতে রোদ উঠতেই সাপেরা শরীর গরম করতে বাইরে বেরোয় তাই গাছের মাঝখানে তার অবস্থান অস্বাভাবিক নয়। তবে জনবহুল এলাকায় সাপ দেখা গেলে ভিড় না করে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছেন তারা। দিনের ব্যস্ত সময়ে শহরের মধ্যে এমন এক অপ্রত্যাশিত দৃশ্য একসঙ্গে আতঙ্ক ও শিহরণ—সত্যিই অবাক করেছে জলপাইগুড়িবাসীকে!
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Snake : গাছের ডালে রোদ পোহাচ্ছে বিশাল সাপ! জলপাইগুড়ির এলাকায় আতঙ্ক, দৃশ্য দেখতে রাস্তার উপর জমে গেল ভিড়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল