TRENDING:

জলদাপাড়ার 'সুপারহিরো' DFO, এবার সুপার ডুপার হিট দেশেও! 'এই' কারণে পেলেন 'ইকো-ওয়ারিয়র' পুরস্কার

Last Updated:
জলদাপাড়া বনবিভাগের বিভাগের ডিএফও প্রবীণ কাসওয়ান বন্যপ্রাণী সুরক্ষায় অসামান্য অবদানের জন্য সম্মানজনক 'ইকো-ওয়ারিয়র' পুরষ্কারে ভূষিত হয়েছেন। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস  অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই পুরষ্কারটি নয়াদিল্লিতে জাতীয় বন শহিদ দিবসে তাঁকে প্রদান করা হয়। 
advertisement
1/5
জলদাপাড়ার 'সুপারহিরো' DFO, এবার সুপার ডুপার হিট দেশেও! 'এই' কারণে পেলেন 'ইকো-ওয়ারিয়র'
জলদাপাড়া বনবিভাগের বিভাগের ডিএফও প্রবীণ কাসওয়ান বন্যপ্রাণী সুরক্ষায় অসামান্য অবদানের জন্য সম্মানজনক 'ইকো-ওয়ারিয়র' পুরস্কারে ভূষিত হয়েছেন। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই পুরস্কারটি নয়াদিল্লিতে জাতীয় বন শহিদ দিবসে তাঁকে প্রদান করা হয়।
advertisement
2/5
উত্তরবঙ্গের বন্যপ্রাণী সুরক্ষায় কাসওয়ানের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। গত দুই বছরে তাঁর নেতৃত্বে জলদাপাড়া জাতীয় উদ্যানে একটিও গণ্ডার হত্যার ঘটনা ঘটেনি। ধারাবাহিক অভিযানে তাঁর দল উত্তর-পূর্ব ভারতের কুখ্যাত শিকারি রিকোচ নার্জিনারিকে গ্রেফতার করেছে।
advertisement
3/5
পাশাপাশি আরও কয়েকজন অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে এবং আলিপুরদুয়ার জেলা আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে। গত ছয় বছরে কাসওয়ান বক্সা ও জলদাপাড়া—উভয় ক্ষেত্রেই জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
advertisement
4/5
তিনি বক্সা ব্যাঘ্র প্রকল্পে থাকাকালীন সময়ে টাইগার ম্যানেজমেন্ট প্ল্যান বাস্তবায়ন এবং প্রকল্পের মূল এলাকা থেকে গঙ্গুটিয়া ও ভুটিয়াবস্তি গ্রাম স্থানান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিন বছর আগে চালু হওয়া ইকো-ওয়ারিয়র অ্যাওয়ার্ড ভারতের সেরা বনকর্মীদের সম্মানিত করে।
advertisement
5/5
এ বছর দেশজুড়ে ৮০ জন আইএফএস অফিসারের নাম বিবেচনায় আসে, যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র পুরস্কার পান প্রবীণ কাসওয়ান।গন্ডার সংরক্ষণের দিকটি বেশি প্রাধান্য পেয়েছে বলে জানা যায়।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
জলদাপাড়ার 'সুপারহিরো' DFO, এবার সুপার ডুপার হিট দেশেও! 'এই' কারণে পেলেন 'ইকো-ওয়ারিয়র' পুরস্কার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল