ফসল কাটা কয়েকদিন বাকি ছিল, হঠাৎ জঙ্গল ফুঁড়ে বেরোল দৈত্যাকার প্রাণী! সব স্বপ্ন ভেঙে চুরমার
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে আসে এক বুনো হাতি। এসেই এলাকাবাসীদের কলা বাগানে হানা দেয় বুনো হাতিটি।
advertisement
1/5

<strong>কালচিনি, অনন্যা দে:</strong> তখন বৃষ্টি পড়ছিল ঝমঝমিয়ে। এই সুযোগেই জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে আসে এক বুনো হাতি। এই প্রথম এলাকায় হাতির আওয়াজ শুনতে পেলেন এলাকাবাসীরা। এসেই এলাকাবাসীদের কলা বাগানে হানা দেয় বুনো হাতিটি।
advertisement
2/5
ঘটনা জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েতের মঙ্গলাবাড়ি প্রধান নগর এলাকার। বুনো হাতি এলাকায় কী করছে দেখতে কিছু বাসিন্দা নিজেদের বাড়ির বারান্দা থেকেই উঁকিঝুঁকি দিয়েছিলেন। কিন্তু হাতির আকৃতি এবং তার আক্রোশ দেখে তারা ঘরে ঢুকে যান। সকালে বাইরে বেরিয়ে দেখেন হাতির হানায় ক্ষতিগ্ৰস্থ হয়েছে কলা বাগান।
advertisement
3/5
প্রায় তিন বিঘা জমির কলা বাগানে রীতিমতো তাণ্ডব চালিয়েছে বুনো হাতিটি। সমস্ত কলা বাগান তছনছ করে দিয়েছে। ক্ষতির পরিমান প্রায় দুই লক্ষ টাকা বলে কৃষকরা জানিয়েছেন। এলাকার দুই কৃষক সুরজ সার্কি ও রুপা মন্ডলের কলা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির হানায়। মাথায় হাত তাঁদের।
advertisement
4/5
এই ঘটনার খবর বন দফতরে দিয়েছেন এলাকাবাসীরা। হাতির হানা তাঁদের কাছে নতুন আতঙ্ক। এলাকায় হাতি একবার যখন এসেছে, তখন বারবার হাতি আসবে বলে তাঁদের ধারণা। ক্ষতিপূরণ মিলবে কী না, প্রশ্ন ক্ষতিগ্রস্ত কৃষকদের।
advertisement
5/5
এলাকার ওই ক্ষতিগ্রস্ত দুই কৃষকদের থেকে জানা যায়, সব ফলতি গাছ ছিল। গাছে ফল হয়েছিল, তারা কিছুদিনের মধ্যে তা নামিয়ে নিতেন।