International Yoga Day Celebration: ১৫ হাজার ফুট উচ্চতায় সীমান্তে বরফের মাঝে যোগা দিবস পালন ভারতীয় সেনার, রইল ফটো
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
International Yoga Day Celebration: ১৫ হাজার ফুট উচ্চতায় বরফের মাঝে যোগ ব্যায়াম করতে দেখা গিয়েছে ভারতীয় সেনাদের। এই যোগবার্তায় দেশকে যোগ ব্যায়ামের গুরুত্বের বার্তা দিতে দেখা গেছে সকল ভারতীয় সেনাদের।
advertisement
1/6

সমগ্র দেশসহ সারা বিশ্বে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। । ভারতীয় সেনা সৈন্যরাও পূর্ণ উৎসাহে যোগ দিবস পালন করছে।
advertisement
2/6
সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল জওয়ানদের যোগ দিবস উপলক্ষে যোগব্যায়াম করতে দেখা গেছে বিভিন্ন জায়গায়।
advertisement
3/6
১৫ হাজার ফুট উচ্চতায় বরফের মাঝে যোগ ব্যায়াম করতে দেখা গিয়েছে ভারতীয় সেনাদের। এই যোগবার্তায় দেশকে যোগ ব্যায়ামের গুরুত্বের বার্তা দিতে দেখা গেছে সকল ভারতীয় সেনাদের।
advertisement
4/6
ভারতীয় সেনা ত্রিশক্তি কর্পস সীমান্ত এলাকা সহ উত্তরবঙ্গ এবং সিকিম জুড়ে যোগাসন সহ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে।
advertisement
5/6
আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অংশ হিসাবে ত্রিশক্তি কর্পস সীমান্ত এলাকা সহ উত্তরবঙ্গ এবং সিকিম জুড়ে বিভিন্ন সামরিক স্টেশনে যোগা অনুষ্ঠানের আয়োজন করেছিল।
advertisement
6/6
এই অনুষ্ঠানে সমস্ত সৈনিক, পরিবার এবং সামরিক স্টেশনে যোগ ব্যায়াম অংশগ্রহণের সাক্ষী ছিল। এই বিষয়ে ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং রাওয়াত জানান,