TRENDING:

বাঘ সেজে স্কুলে পড়ুয়ারা...! আচমকা কেন, পিছনে রয়েছে বিরাট রহস্য, জানলে আপনিও কুর্নিশ জানাবেন

Last Updated:
একটিয়াশাল তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয়ে বিশেষ কর্মসূচি আয়োজন করল নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যালস পার্ক।
advertisement
1/4
শিলিগুড়িতে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে পরিবেশ ও বাঘ সংরক্ষণের বার্তা
দিনটি শুরু হয় বিদ্যালয়ের পড়ুয়াদের একটি বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে। ব্যানার, ফেস্টুন আর মুখে পরিবেশবান্ধব স্লোগানে তারা ঘুরে বেড়ায় বিদ্যালয় চত্বর। এরপর মাস প্যারেড করে সকলে জড়ো হন হলরুমে, যেখানে আয়োজিত হয় নানা শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম।
advertisement
2/4
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যালস পার্কের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভিষেক চৌধুরী, যিনি বলেন, “শিশুরাই ভবিষ্যতের কণ্ঠস্বর। তাদের মধ্যেই যদি সংরক্ষণের বীজ বপন করা যায়, ভবিষ্যতের বন আরও সবুজ হবে।”
advertisement
3/4
সারা দিনে ছাত্রছাত্রীদের জন্য ছিল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা। পরিবেশ এবং বাঘ সংরক্ষণ নিয়ে তাদের মধ্যে তৈরি হয় কৌতূহল ও সচেতনতা। পাশাপাশি, পরিবেশ সংরক্ষণ নিয়ে সাংস্কৃতিক পরিবেশনাও উঠে আসে মঞ্চে।
advertisement
4/4
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও মনে করছেন, এমন আয়োজন পড়ুয়াদের শুধু জ্ঞান দেয় না, তাদের ভিতরে দায়িত্ববোধও জাগিয়ে তোলে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
বাঘ সেজে স্কুলে পড়ুয়ারা...! আচমকা কেন, পিছনে রয়েছে বিরাট রহস্য, জানলে আপনিও কুর্নিশ জানাবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল