বাঘ সেজে স্কুলে পড়ুয়ারা...! আচমকা কেন, পিছনে রয়েছে বিরাট রহস্য, জানলে আপনিও কুর্নিশ জানাবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
একটিয়াশাল তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয়ে বিশেষ কর্মসূচি আয়োজন করল নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যালস পার্ক।
advertisement
1/4

দিনটি শুরু হয় বিদ্যালয়ের পড়ুয়াদের একটি বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে। ব্যানার, ফেস্টুন আর মুখে পরিবেশবান্ধব স্লোগানে তারা ঘুরে বেড়ায় বিদ্যালয় চত্বর। এরপর মাস প্যারেড করে সকলে জড়ো হন হলরুমে, যেখানে আয়োজিত হয় নানা শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম।
advertisement
2/4
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যালস পার্কের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভিষেক চৌধুরী, যিনি বলেন, “শিশুরাই ভবিষ্যতের কণ্ঠস্বর। তাদের মধ্যেই যদি সংরক্ষণের বীজ বপন করা যায়, ভবিষ্যতের বন আরও সবুজ হবে।”
advertisement
3/4
সারা দিনে ছাত্রছাত্রীদের জন্য ছিল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা। পরিবেশ এবং বাঘ সংরক্ষণ নিয়ে তাদের মধ্যে তৈরি হয় কৌতূহল ও সচেতনতা। পাশাপাশি, পরিবেশ সংরক্ষণ নিয়ে সাংস্কৃতিক পরিবেশনাও উঠে আসে মঞ্চে।
advertisement
4/4
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও মনে করছেন, এমন আয়োজন পড়ুয়াদের শুধু জ্ঞান দেয় না, তাদের ভিতরে দায়িত্ববোধও জাগিয়ে তোলে।