TRENDING:

Traffic Awareness: জরিমানার বদলে মিষ্টিমুখ! হেলমেটহীন চালকদের গোলাপ-চকোলেট দিল ট্রাফিক পুলিশ, ইস্টার্ন বাইপাসে উলটপুরাণ

Last Updated:
Traffic Awareness: হেলমেটবিহীন চালকদের থামিয়ে জরিমানার বদলে তাঁদের হাতে তুলে দেওয়া হল গোলাপ ফুল ও চকোলেট। নজর কেড়েছে সচেতনতার বার্তা দেওয়ার এই অভিনব কায়দা।
advertisement
1/5
জরিমানার বদলে মিষ্টিমুখ! হেলমেটহীন চালকদের গোলাপ-চকোলেট দিল ট্রাফিক পুলিশ
হেলমেট ছাড়া বাইক বা স্কুটি চালালে সাধারণত যে ভয় কাজ করে, তা হল জরিমানা। কিন্তু শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় সেই চেনা ছবিটাই বদলে দিল ট্রাফিক পুলিশ। হেলমেটবিহীন চালকদের থামিয়ে জরিমানার বদলে তাঁদের হাতে তুলে দেওয়া হল গোলাপ ফুল ও চকোলেট। নজর কেড়েছে সচেতনতার বার্তা দেওয়ার এই অভিনব কায়দা। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
এই বিশেষ উদ্যোগ নিয়েছে আশিঘর সাব ট্রাফিক গার্ড। ইস্টার্ন বাইপাস দিয়ে যাতায়াতকারী বহু বাইক ও স্কুটি চালক এদিন হেলমেট ছাড়া চলাচল করছিলেন। ট্রাফিক পুলিশ তাঁদের আটক করলেও কোনও রকম শাস্তি না দিয়ে হাসিমুখে ফুল ও মিষ্টি দিয়ে বোঝানোর চেষ্টা করেন, হেলমেট না পরার ঝুঁকি কতটা মারাত্মক হতে পারে।
advertisement
3/5
ট্রাফিক পুলিশের মতে, অনেক সময় ভয় দেখিয়ে বা জরিমানা করেও চালকদের মধ্যে স্থায়ী সচেতনতা আসে না। তাই এইদিন ভালোবাসা ও মানবিকতার মাধ্যমে রাস্তার নিরাপত্তা নিয়ে বার্তা পৌঁছে দেওয়ার পথ বেছে নেওয়া হয়। পুলিশের এই আচরণে প্রথমে অবাক হলেও পরে অনেক চালকই বিষয়টিকে ইতিবাচকভাবে নেন।
advertisement
4/5
হেলমেট ছাড়া চলাচল শুধু আইনভঙ্গ নয়, নিজের জীবনের জন্যেও বড় বিপদ। সেই কথাই সহজভাবে বোঝাতে চেয়েছে ট্রাফিক বিভাগ। ফুল ও চকোলেট দেওয়ার পাশাপাশি চালকদের হেলমেট ব্যবহারের গুরুত্ব নিয়েও সংক্ষিপ্তভাবে সচেতন করা হয়।
advertisement
5/5
এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষও। অনেকের মতে, এমন মানবিক ও ব্যতিক্রমী প্রচেষ্টা চালকদের মনে বেশি প্রভাব ফেলে। ট্রাফিক পুলিশের আশা, এই মিষ্টিমুখ সচেতনতার পর ইস্টার্ন বাইপাসে হেলমেট ব্যবহার নিয়ে আরও দায়িত্বশীল হবেন চালকরা। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Traffic Awareness: জরিমানার বদলে মিষ্টিমুখ! হেলমেটহীন চালকদের গোলাপ-চকোলেট দিল ট্রাফিক পুলিশ, ইস্টার্ন বাইপাসে উলটপুরাণ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল