TRENDING:

Alipurduar: দুর্যোগ কাটিয়ে সেরে উঠছে উত্তরবঙ্গ! এরই মাঝে জলদাপাড়ায় আহত গণ্ডারের খোঁজ, গাছের নীচে...! কীভাবে প্রাপ্তবয়স্কের পায়ে চোট?

Last Updated:
Rhino: দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক পথে ফিরছে জলদাপাড়ার প্রাণীকুল। এরই মাঝে সোমবার এক অসুস্থ গণ্ডারের দেখা মিলল মাদারিহাটের রাস্তায়। অসুস্থ গণ্ডারটিকে দেখে জলদাপাড়া বনবিভাগে খবর দেন এলাকাবাসী।
advertisement
1/5
জলদাপাড়ায় মিলল আহত গণ্ডারের খোঁজ, কীভাবে লাগল প্রাপ্তবয়স্কের পায়ে চোট?
দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক পথে ফিরছে জলদাপাড়ার প্রাণীকুল। কিন্তু তাঁদের শরীরে ও মনে এখনও রয়েছে ক্লান্তির ছাপ, আতঙ্ক। কোনও কোনও প্রাণী আহত রয়েছে। এমনই এক অসুস্থ গণ্ডার দেখতে পাওয়া গেল মাদারিহাটের রাস্তায়। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
এদিন পথচলতি মানুষেরা গণ্ডারটিকে মাদারিহাটের রাস্তার পাশে জঙ্গলে দেখেছেন। তাঁদের কথা অনুসারে গণ্ডারটি গাছের নিচে বসেছিল। তাঁর পায়ে আঘাত ছিল। পাশাপাশি গণ্ডারটি প্রাপ্তবয়স্ক ছিল।
advertisement
3/5
এলাকাবাসীরা এদিন অসুস্থ গণ্ডারটিকে দেখে জলদাপাড়া বনবিভাগে খবর দেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির মুখে পরে জলদাপাড়া জাতীয় উদ্যান। জঙ্গলের পাশাপাশি ক্ষতির মুখ দেখেছে এলাকাবাসী ও বন্য জীবজন্তুরা।
advertisement
4/5
শিসামারা নদীর জল, হলং নদীর জল ফুলেফেঁপে ওঠে এলাকায়। বাঁধ ভেঙে সেই জল জঙ্গলে প্রবেশ করে। অনেক বন্যপ্রাণী নদীর জলে তলিয়ে গিয়েছে। কোন চিহ্ন পাওয়া যায়নি তাদের।
advertisement
5/5
যদিও বন্যপ্রাণীগুলির উদ্ধারকাজ চালাচ্ছে বনদফতরের কর্মীরা। এদিন আহত গণ্ডারটিকে দেখে এলাকাবাসী-সহ পথচারীরা বুঝতে পারেন এরকম আরও অনেক বন্যপ্রাণী রয়েছে যারা অসুস্থ। বনবিভাগের কাছে তাঁদের সুস্থতা কামনা করেছেন তারা। (ছবি ও তথ্য: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Alipurduar: দুর্যোগ কাটিয়ে সেরে উঠছে উত্তরবঙ্গ! এরই মাঝে জলদাপাড়ায় আহত গণ্ডারের খোঁজ, গাছের নীচে...! কীভাবে প্রাপ্তবয়স্কের পায়ে চোট?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল