Train Cancelled: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট খবর! বাতিল হল একগুচ্ছ ট্রেন, চরম ভোগান্তির আগে জানুন সঠিক রুট
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Train Cancelled: নিউ জলপাইগুড়ি স্টেশনে অবকাঠামো উন্নয়নের জন্য প্রি নন-ইন্টারলকিং ও নন-ইন্টারলকিং (NI) কাজের কারণে একাধিক ট্রেন বাতিল, আংশিক বাতিল, রুট পরিবর্তন, পুনর্নির্ধারণ ও নিয়ন্ত্রিত করা হয়েছে।
advertisement
1/8

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : নিউ জলপাইগুড়ি স্টেশনে অবকাঠামো উন্নয়নের জন্য প্রি নন-ইন্টারলকিং ও নন-ইন্টারলকিং (NI) কাজের কারণে একাধিক ট্রেন বাতিল, আংশিক বাতিল, রুট পরিবর্তন, পুনর্নির্ধারণ ও নিয়ন্ত্রিত করা হয়েছে। ইতিমধ্যেই উত্তর-পূর্ব সীমান্ত রেল এই তথ্য জানিয়েছে।
advertisement
2/8
বাতিল ট্রেন পরিষেবা১৯ ও ২০ আগস্ট ২০২৫ : ট্রেন নং ১৫৭৭৭/১৫৭৭৮ (নিউ জলপাইগুড়ি – আলিপুরদুয়ার জংশন – নিউ জলপাইগুড়ি) ট্যুরিস্ট এক্সপ্রেস।ট্রেন নং ১৫৭০৩/১৫৭০৪ (নিউ জলপাইগুড়ি – বঙাইগাঁও – নিউ জলপাইগুড়ি) এক্সপ্রেস।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/8
আংশিক বাতিলট্রেন নং ৫২৫৪১ (নিউ জলপাইগুড়ি – দার্জিলিং) ১৯ আগস্টে শিলিগুড়ি জংশন থেকে যাত্রা শুরু করবে।ট্রেন নং ৫২৫৪০ (দার্জিলিং – নিউ জলপাইগুড়ি) ১৯ আগস্টে শিলিগুড়ি জংশনেই যাত্রা শেষ করবে।ট্রেন নং ১২০৪১ (হাওড়া – নিউ জলপাইগুড়ি) শতাব্দী এক্সপ্রেস ১৯ আগস্ট কিশনগঞ্জ পর্যন্ত চলবে।ট্রেন নং ১২০৪২ (নিউ জলপাইগুড়ি – হাওড়া) শতাব্দী এক্সপ্রেস ২০ আগস্ট কিশনগঞ্জ থেকে যাত্রা শুরু করবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/8
রুট পরিবর্তনট্রেন নং ১৫৬৬২ (কামাখ্যা – রাঁচি) এক্সপ্রেস ১৯ আগস্ট শিলিগুড়ি জংশন – ঠাকুরগঞ্জ – আলুয়াবাড়ী রোড হয়ে চলবে।ট্রেন নং ২২৫০৩ (কন্যাকুমারী – ডিব্রুগড়) বিবেক এক্সপ্রেস ১৭ আগস্ট আলুয়াবাড়ী রোড – ঠাকুরগঞ্জ – শিলিগুড়ি জংশন – আলিপুরদুয়ার জংশন – নিউ কোচবিহার হয়ে চলবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/8
পুনর্নির্ধারিত সময় (১৯ আগস্ট যাত্রা শুরুর ট্রেন)ব্রহ্মপুত্র মেল (কামাখ্যা – দিল্লি): ২১:০০ ঘণ্টা (পূর্বে ১৬:৫৫ ঘণ্টা)।সরাইঘাট এক্সপ্রেস (হাওড়া – গুয়াহাটি): ১৮:৩৫ ঘণ্টা (পূর্বে ১৬:০৫ ঘণ্টা)।গুয়াহাটি – লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস: ২০:৩০ ঘণ্টা (পূর্বে ১৫:০০ ঘণ্টা)।শিলঘাট টাউন – কলকাতা এক্সপ্রেস: ১৬:০০ ঘণ্টা (পূর্বে ১৩:৫০ ঘণ্টা)।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/8
নিয়ন্ত্রিত ট্রেন পরিষেবা (১৯ আগস্ট যাত্রা শুরুর ট্রেন)শিয়ালদহ – নিউ আলিপুরদুয়ার এক্সপ্রেস, আগরতলা – এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস, গয়া – কামাখ্যা এক্সপ্রেস, এই ট্রেনগুলোকে পথে ৯০ মিনিটের জন্য নিয়ন্ত্রণে রাখা হবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
7/8
শতাব্দী এক্সপ্রেসের যাত্রাপথ ১৯ আগস্ট শুধুমাত্র কিশনগঞ্জ পর্যন্ত সীমিত থাকবে। নিউ জলপাইগুড়ি গামী যাত্রীদের জন্য কিশনগঞ্জ থেকে বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
8/8
নিউ জলপাইগুড়ি স্টেশনে চলমান অবকাঠামো উন্নয়ন কাজের কারণে যাত্রীদের যাত্রা পরিকল্পনায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। বাতিল, আংশিক বাতিল এবং রুট পরিবর্তিত ট্রেনের কারণে যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে সমস্যার মুখে পড়তে পারেন। বিশেষ করে শতাব্দী এক্সপ্রেস কিশনগঞ্জ পর্যন্ত সীমিত থাকায় নিউ জলপাইগুড়ি গামী যাত্রীদের জন্য অতিরিক্ত বাস বা বিকল্প ব্যবস্থা ব্যবহার করা ছাড়া যাত্রা কঠিন হয়ে দাঁড়াবে। যাত্রীদের নিরাপদ ও সুবিধাজনক যাত্রার জন্য রেল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী IRCTC ওয়েবসাইটে হালনাগাদ সময়সূচি যাচাই করা অত্যন্ত জরুরি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য