TRENDING:

স্টেশনে ব্যাগ হাতে ঘুরছিল দুই যুবক, হঠাৎ GRP এগিয়ে এসে বলল 'ভিতরে কী আছে?' তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ!

Last Updated:
Indian Railways: মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে সন্দেহভাজন দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে আরপিএফ এর জ‌ওয়ান। সন্দেহ হতেই তাদের জিজ্ঞাসাবাদ করলে পরিচয় দিতে টালবাহানা করে তারা। পরমুহূর্তেই যা ঘটল...
advertisement
1/7
স্টেশনে ব্যাগ হাতে ঘুরছিল দুই যুবক, GRP এসে বলল 'ভিতরে কী আছে?' ল্লাশি করতেই চক্ষু চড়কগাছ!
মালদহ: পাচারের আগেই প্রায় এক কোটি টাকার অধিক মূল্যের ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই যুবক। মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে সন্দেহভাজন দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে আরপিএফ এর জ‌ওয়ান।
advertisement
2/7
সন্দেহ হতেই তাদের জিজ্ঞাসাবাদ করলে পরিচয় দিতে টালবাহানা করে তারা। এরপর আরপিএফ এর কর্তা ওই দুই যুবকের দেহ তল্লাশি চালালে ২০৩ গ্রাম সুগার উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার করা হয় ওই দুই যুবককে।
advertisement
3/7
জানা গিয়েছে, ধৃত ওই দুই যুবকের নাম রিহান রেজা (১৮) এবং মোঃ তালিব রেজা (২৭)। দুজনই বিহারের বাসিন্দা। তারা দুজন‌ই এই ব্রাউন সুগারগুলা পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন মালদা টাউন স্টেশনে।
advertisement
4/7
মালদহ রেলওয়ে ডিভিশন কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মের ফুট ওভার ব্রিজের কাছে দুই যুবক সন্দেহ ভাজন আচরণ দেখে জিজ্ঞাসাবাদ করে রেলওয়ে সুরক্ষা বাহিনীর এক কর্তা। সেখানে তাদের তল্লাশি চালালে আনুমানিক ১.০১ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার হয়।
advertisement
5/7
এরপর রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্তারা উদ্ধার হ‌ওয়া ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য পাচার ও মাদক সংক্রান্ত একাধিক আইনি মামলা রুজু করে মালদা টাউন রেলওয়ে জিআরপি থানায় তুলে দেয়।
advertisement
6/7
এরপর রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্তারা উদ্ধার হ‌ওয়া ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য পাচার ও মাদক সংক্রান্ত একাধিক আইনি মামলা রুজু করে মালদা টাউন রেলওয়ে জিআরপি থানায় তুলে দেয়।
advertisement
7/7
অপারেশন NARCOS-এর অধীনে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এবং বিভাগীয় নিরাপত্তা কমিশনার DSC এ.কে. কুলুর তত্ত্বাবধানে, আরপিএফ কর্মীরা প্রতিটি রেলওয়ে স্টেশনে নিবিড় নজরদারি চালাচ্ছেন। (তথ্য-জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
স্টেশনে ব্যাগ হাতে ঘুরছিল দুই যুবক, হঠাৎ GRP এগিয়ে এসে বলল 'ভিতরে কী আছে?' তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল