TRENDING:

Indian Railways Puja Special Train: পুজোয় রেলের উপহার...! উত্তরবঙ্গ থেকে ট্রেনে সোজা দিঘা! স্পেশ্যাল ট্রেন কখন, কোথা থেকে ছাড়বে? কোন কোন স্টেশনে থামবে? জানুন

Last Updated:
Indian Railways Puja Special Train: ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ১০ ট্রিপে প্রতি শনিবার ট্রেন নম্বর ০৩৪৬৫ মালদহ টাউন থেকে দুপুর ১:১০ মিনিটে ছেড়ে একইদিনে রাত ১১:০০ মিনিটে দিঘা পৌঁছবে। অন্যদিকে, ট্রেন নম্বর ০৩৪৬৬ প্রতি শনিবার রাত ১১:৪০ মিনিটে দিঘায় ছেড়ে পরের দিন সকাল ৯:২০ মিনিটে মালদহ টাউনে পৌঁছবে এই স্পেশ্যাল ট্রেন।
advertisement
1/7
পুজোয় রেলের উপহার! উত্তরবঙ্গ থেকে ট্রেনে সোজা দিঘা! স্পেশ্যাল ট্রেন কখন, কোথা থেকে ছাড়বে?
*পুজোর মরশুমে পর্যটকদের আরামদায়ক পরিষেবা দিতে উদ্যোগী পূর্ব রেল। আগামী দুর্গাপুজো, কালীপুজো, ছটপুজো উপলক্ষে মালদহ থেকে লাগাতার চলবে স্পেশ্যাল ট্রেন। ট্রেন নম্বর ০৩৪৬৫ এবং ০৩৪৬৬ মালদহ টাউন-দিঘা-মালদহ টাউন পুজো স্পেশ্যাল ট্রেনের কথা জানাল রেল কর্তৃপক্ষ।
advertisement
2/7
*সারা বছর অফিস-সহ একাধিক নানা কাজে ক্লান্তির ফলে একঘেয়ে হয়ে পড়েন অনেকে। তাই পুজোর ছুটি কাটাতে বিভিন্ন মনোরম পর্যটক স্থল ঘুরতে পছন্দ করেন সবাই। কেউ পাহাড় তো আবার কেউ সমুদ্র সৈকত বেছে নেন পর্যটনের জন্য। তাই পর্যটকদের কথা মাথায় রেখে পুজোর মরশুমে মালদহ থেকে দিঘাগামী স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল কর্তৃপক্ষ।
advertisement
3/7
*আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ১০ ট্রিপে প্রতি শনিবার ট্রেন নম্বর ০৩৪৬৫ মালদহ টাউন থেকে দুপুর ১:১০ মিনিটে ছেড়ে একইদিনে রাত ১১:০০ মিনিটে দিঘায় পৌঁছবে এই ট্রেন। অন্যদিকে, ট্রেন নম্বর ০৩৪৬৬ প্রতি শনিবার রাত ১১:৪০ মিনিটে দিঘায় ছেড়ে পরের দিন সকাল ৯:২০ মিনিটে মালদহ টাউনে পৌঁছবে।
advertisement
4/7
*শুধুই মালদহ জেলা নয়, এর ফলে উপকৃত হবেন ট্রেনের রুটের স্টপেজ এলাকার বাসিন্দারাও। ট্রেনটি উভয় দিকের পথে নিউ ফারাক্কা, পাকুর, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর (শান্তিনিকেতন), বর্ধমান, ডানকুনি, আন্দুল, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে থামবে।
advertisement
5/7
*টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীদের থাকছে বিশেষ সুবিধা। ভিড় কমাতে অতিরিক্ত ৭,০০০ বার্থ থাকবে এই বিশেষ ট্রেনে। যার ফলে নিশ্চিন্তে ট্রেনের টিকিট পাবেন যাত্রীরা।
advertisement
6/7
*এই স্পেশ্যাল ট্রেনে থাকছে বিশেষ আরামদায়ক সুবিধা। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলির ব্যবস্থা থাকবে বলে রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।
advertisement
7/7
*মূলত পুজোর মরশুমে পূর্ব রেলওয়ের অধীনস্থ পর্যটকদের সুবিধাজনক এবং আরামদায়ক পরিবহন বিকল্প প্রদানের লক্ষ্যে এমন উদ্যোগ পূর্ব রেলের বলে জানান মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Indian Railways Puja Special Train: পুজোয় রেলের উপহার...! উত্তরবঙ্গ থেকে ট্রেনে সোজা দিঘা! স্পেশ্যাল ট্রেন কখন, কোথা থেকে ছাড়বে? কোন কোন স্টেশনে থামবে? জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল