TRENDING:

Indian Railways: হুবহু এয়ারপোর্ট! মালদহ টাউন স্টেশনের কাজ আর কতটা বাকি! পরিদর্শনে রেল বোর্ডের চেয়ারম্যান, বন্দে ভারত স্লিপার নিয়েও পর্যালোচনা

Last Updated:
Indian Railways: এয়ারপোর্টের আদলে আর‌ও ঝাঁ চকচকে হবে মালদহ টাউন স্টেশন। এবারে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য মালদহ টাউন স্টেশন পরিদর্শনে করলেন ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার।
advertisement
1/5
হুবহু এয়ারপোর্ট! মালদহ টাউন স্টেশনের কাজ আর কতটা বাকি! পরিদর্শনে রেল বোর্ডের চেয়ারম্যান
এয়ারপোর্টের আদলে আর‌ও ঝাঁ চকচকে হবে মালদহ টাউন স্টেশন। এবারে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য মালদহ টাউন স্টেশন পরিদর্শনে করলেন ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
এদিন মালদহ টাউন রেল স্টেশন পরিদর্শনে এসে অমৃত ভারত প্রকল্পের সমস্ত কাজ ক্ষতিয়ে দেখেন। পাশাপাশি ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রস্তুতি পর্যালোচনায় মালদহ টাউন স্টেশন পরিদর্শন করেন তিনি।
advertisement
3/5
ইতিমধ্যেই ৯০% শতাংশের অধিক কাজ সম্পূর্ণ হয়েছে। ওয়েটিং রুম থেকে প্রবেশ দ্বার আধুনিক রূপে সাজানো হয়েছে গোটা স্টেশন চত্বর। বাকি থাকা সমস্ত কাজ দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যান।
advertisement
4/5
রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও সতীশ কুমার জানান, "বন্দে ভারত স্লিপার ট্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও কার্যনির্বাহী বিষয়গুলি সুপরিবীক্ষণ করা হয়েছে। যাতে ট্রেনটি চালু হওয়ার পূর্বে নিরাপত্তা, মান এবং পরিষেবা সংক্রান্ত সকল মানদণ্ড যথাযথভাবে বজায় থাকে।"
advertisement
5/5
তিনি আরও জানান, "অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে অগ্রগতি ঘুরে দেখা হল। কাজ ভাল হচ্ছে। যাত্রীদের আরামদায়ক রেল পরিষেবার ক্ষেত্রে সর্বদা দায়িত্বশীল রেল কর্তৃপক্ষ। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজের জন্য মালদহ ডিভিশনের কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে। বাকি থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Indian Railways: হুবহু এয়ারপোর্ট! মালদহ টাউন স্টেশনের কাজ আর কতটা বাকি! পরিদর্শনে রেল বোর্ডের চেয়ারম্যান, বন্দে ভারত স্লিপার নিয়েও পর্যালোচনা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল