Indian Railways: উত্তরবঙ্গ থেকে এক ট্রেনে সোজা দিল্লি, পুজোয় রেলের বিরাট উপহার! সপ্তাহের কোন কোন দিন ছাড়বে? কোন স্টেশনে কখন স্টপেজ? জানুন
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Indian Railways: যাত্রীদের সুবিধার জন্য এই বিশেষ ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার-কন্ডিশন কোচের ব্যবস্থা রয়েছে। ফলে যাত্রীরা দীর্ঘ যাত্রার ক্ষেত্রে আরামদায়ক ভ্রমণ পেয়ে সুবিধাভোগী হবেন বলে জানান মালদহ ডিভিশনের ডিআরএম মণীশ কুমার গুপ্তা।
advertisement
1/7

*পুজোর মরশুমে মালদহবাসীকে আরও এক উপহার রেলের। ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে দিল্লি ও মালদহগামী পুজো স্পেশ্যাল ট্রেন চালাতে উদ্যোগী রেল কর্তৃপক্ষ।
advertisement
2/7
*বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজার পরই দীপাবলি এবং ছটপুজো। তাই এবারে সে কথা মাথায় রেখে পুজোর সময় রেল যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল স্টেশন থেকে মালদহ টাউন স্টেশনের জন্য বিশেষ ট্রেন দিল রেল কর্তৃপক্ষ।
advertisement
3/7
*এই স্পেশ্যাল ট্রেন চলাচলের ফলে অতিরিক্ত ৪০,৭০০ বার্থ তৈরি হবে। যার ফলে সহজে টিকিট পাবেন যাত্রীরা। মূলত ৯ ট্রিপে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল ও মালদহ টাউন স্টেশনে মধ্যে যাতায়াত করবে এই স্পেশ্যাল ট্রেন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/7
*আগামী ২৯.০৯.২০২৫ থেকে ২৪.১১.২০২৫ পর্যন্ত প্রতি সোমবার ট্রেন নম্বর ০৩৪৩৫ মালদহ টাউন স্টেশন থেকে ০৯:৩০ মিনিটে ছেড়ে পরেরদিন দুপুর ১:৪০ মিনিটে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল স্টেশনে পৌঁছবে এই বিশেষ ট্রেন।
advertisement
5/7
*অন্যদিকে, আগামী ৩০.০৯.২০২৫ থেকে ২৫.১১.২০২৫ পর্যন্ত ট্রেন নম্বর ০৩৪৩৬ আনন্দ বিহার টার্মিনাল-মালদা টাউন পুজো স্পেশ্যাল প্রতি মঙ্গলবার দুপুর ১:৪৫ মিনিটে আনন্দ বিহার টার্মিনাল ছেড়ে পরেরদিন রাত ১১:০৫ মিনিটে মালদহ টাউন স্টেশনে পৌঁছবে।
advertisement
6/7
*পুজোর এই বিশেষ ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকে নিউ ফারাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, পীরপৈন্তি, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং আভাইপুর স্টেশন-সহ ২২ স্টেশনে থামবে।
advertisement
7/7
*যাত্রীদের সুবিধার জন্য এই বিশেষ ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার-কন্ডিশন কোচের ব্যবস্থা রয়েছে। ফলে যাত্রীরা দীর্ঘযাত্রার ক্ষেত্রে আরামদায়ক ভ্রমণ পেয়ে সুবিধাভোগী হবেন বলে জানান মালদহ ডিভিশনের ডিআরএম মণীশ কুমার গুপ্তা।