TRENDING:

এনজেপিতে FOB-১ এ ৪৫ দিন বন্ধ সিঁড়ি, এসকেলেটর! কোন পথে করবেন যাতায়াত! অসুবিধায় না পড়তে আগেই দেখে নিন নির্দেশিকা

Last Updated:
নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনের ফুট ওভার ব্রিজ-১ (FOB-1) এর সিঁড়ি ও এসকেলেটর আগামী ১ আগস্ট ২০২৫ থেকে ৪৫ দিনের জন্য বন্ধ রাখা হবে।
advertisement
1/6
এনজেপিতে FOB-১ এ ৪৫ দিন বন্ধ সিঁড়ি, এসকেলেটর! কোন পথে করবেন যাতায়াত!
উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশন এবার নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনের পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ নিচ্ছে। আগামী ১ আগস্ট, ২০২৫ থেকে স্টেশনের ফুট ওভার ব্রিজ-১ (FOB-1) এর সিঁড়ি ও এসকেলেটর সম্পূর্ণভাবে ৪৫ দিনের জন্য বন্ধ রাখা হবে। এই সময়ের মধ্যে প্রস্তাবিত অ্যারাইভাল-০২ ভবনের ছাদ নির্মাণ করা হবে। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/6
যদিও বিষয়টি সাময়িক অসুবিধার সৃষ্টি করতে পারে, তবে রেল কর্তৃপক্ষের দাবি—এই কাজ শেষ হলে যাত্রী পরিষেবা আরও মসৃণ ও আধুনিক হবে। কাটিহার ডিভিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “আমরা এই কাজ নিরাপত্তা বজায় রেখে যথাসম্ভব দ্রুত শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রীদের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।”
advertisement
3/6
কে কোথা দিয়ে চলবেন? রইল বিশদ পরিকল্পনা১. FOB-1 এর র‍্যাম্প দিয়ে শুধু বহির্গামী যাত্রীদেরই চলাচল করতে দেওয়া হবে।২. দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) যাত্রীরা FOB-1 এর র‍্যাম্প দিয়ে প্রবেশ করতে পারবেন।৩. বাকি সকল যাত্রীদের জন্য FOB-2 ও FOB-3 (পার্সেল ফোবি) খুলে রাখা হচ্ছে, যার সিঁড়ি ও র‍্যাম্প ব্যবহার করা যাবে প্রবেশ ও প্রস্থান—উভয়ই।
advertisement
4/6
নির্মাণকাজের টাইমলাইন: কী হচ্ছে কবে?১. ১–১২ আগস্ট: পুরনো কাঠামো ভাঙা ও স্ক্যাফোল্ডিং২. ১–১০ আগস্ট: ঢালাইয়ের ছাঁচ (শাটারিং) প্রস্তুত৩. ২–১৪ আগস্ট: রড বাঁধাই৪. ১৫–১৬ আগস্ট: স্ল্যাব ও বিম ঢালাই৫. ১৭ আগস্ট–১৪ সেপ্টেম্বর: কিউরিং ও ছাঁচ তুলে ফেলা
advertisement
5/6
এই সময় যাত্রীদের নিরাপত্তা ও চলাচলের সুবিধার দিকে নজর রেখে প্রতিটি কাজ পরিচালিত হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি স্টেশনে প্রয়োজনীয় সাইনবোর্ড, নির্দেশিকা এবং রেলকর্মীদের উপস্থিতির মাধ্যমে যাত্রীদের সাহায্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
6/6
কাটিহার রেল ডিভিশনের আধিকারিকেরা আশ্বস্ত করছেন—এই সময়সীমার মধ্যেই কাজ শেষ করে এনজেপি স্টেশনকে আরও আধুনিক, যাত্রীবান্ধব ও নিরাপদ করে তোলা হবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
এনজেপিতে FOB-১ এ ৪৫ দিন বন্ধ সিঁড়ি, এসকেলেটর! কোন পথে করবেন যাতায়াত! অসুবিধায় না পড়তে আগেই দেখে নিন নির্দেশিকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল