TRENDING:

Indian Railways: রেলে আসছে নতুন নিয়ম, আর ট্রেনে সফরের সময় করা যাবে না 'এই' কাজ! বড় পদক্ষেপ নিতে চলেছে রেল

Last Updated:
ভারতীয় রেল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিয়ম চালু করে থাকে, যাত্রী থেকে অন্যান্য প্রাণীদের সুরক্ষার জন্য এইসব নিয়ম জারি করা হয়। ঠিক সেই রকমই এবার আরও একটি নিয়ম জারি করতে পারে রেল।
advertisement
1/5
রেলে আসছে নতুন নিয়ম, আর ট্রেনে সফরের সময় করা যাবে না 'এই' কাজ! বড় পদক্ষেপ নিতে চলেছে রেল
বন্যপ্রাণীর প্রাণ বাঁচাতে এবার জঙ্গল লাগোয়া রেল ট্র্যাকে খাবার ফেলার ক্ষেত্রে বিধিনিষেধ জারির পথে রেল। পাশাপাশি, হাতির করিডর এলাকায় থার্মাল ক্যামেরা ও সিসিটিভি লাগানোর ক্ষেত্রেও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আলিপুরদুয়ারের ডিআরএম অফিসে বন্যপ্রাণ সুরক্ষা সংক্রান্ত এক বৈঠকে বিযয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।
advertisement
2/5
বৈঠকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের ডিআরএম দেবেন্দ্র সিং, বন দফতরের তরফে চিফ কনজারভেটর অফ ফরেস্ট ভাস্কর জেভি, বক্সা ব্যাঘ্র-প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অপূর্ব সেন, জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভাগীয় বনাধিকারিক প্রবীণ কাসওয়ান। হাতির করিডরে থার্মাল ক্যামেরা ও সিসিটিভি বসানো যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে।
advertisement
3/5
এছাড়াও রেল ট্র্যাকে খাবার ফেলার বিষয়ে প্যান্ট্রিকার ও যাত্রীদের সচেতন করার কথা রেলকে বলা হয়েছে। জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে বন্যপ্রাণীদের দিন ও রাতের দৃশ্য স্পষ্ট দেখার জন্য থার্মাল ক্যামেরা সহ সিসিটিভি বসানোর মতো প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথা ভাবছে রেল ও বন দফতর।
advertisement
4/5
বন দফতরের তরফে একাধিক জায়গায় এই প্রযুক্তির ট্রায়াল রান চলছে বলে জানা গিয়েছে। হাতি করিডর এলাকায় বিশেষ সেন্সর যুক্ত থার্মাল ক্যামেরা বসানো, পাইলট প্রোজেক্টের উদ্যোগ হতে পারে।
advertisement
5/5
তবে কোন রুটে কতগুলি বসবে, তা এখনও স্পষ্ট নয়। এই প্রযুক্তির ক্ষেত্রে মাথায় রাখতে হচ্ছে নেটওয়ার্কের বিষয়টি।উত্তর-পূর্ব রেলের আলিপুরদুয়ার ডিভিশনের আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত রেল ট্র্যাকটিকে বেছে নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Indian Railways: রেলে আসছে নতুন নিয়ম, আর ট্রেনে সফরের সময় করা যাবে না 'এই' কাজ! বড় পদক্ষেপ নিতে চলেছে রেল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল