TRENDING:

কোটি কোটি টাকা আয় করল মালদহ রেল ডিভিশন...! ফেলে দেওয়া 'জিনিস' বেচে বিপুল লক্ষ্মী লাভ! ১ মাসে আয় দাঁড়াল কত বলুন তো?

Last Updated:
Indian Railways Malda News: পূর্ব রেলের মালদহ ডিভিশনের অন্তর্গত বিভিন্ন স্টেশন থেকে নভেম্বর মাসে জমা হওয়া প্রায় ৩০০.৯৪ মেট্রিক টন স্ক্র্যাপ উপকরণ বেচে রেকর্ড গড়ল মালদহ রেল ডিভিশন। যেখানে প্রায় ২ কোটি ৫৬ লক্ষ টাকা আয় করে হয় মালদহ রেল ডিভিশনের।
advertisement
1/5
ফেলে দেওয়া 'জিনিস' বেচেই লক্ষ্মী লাভ! কোটি কোটি টাকা আয় করল মালদহ রেল ডিভিশন
ফেলে দেওয়া লোহা সামগ্রী থেকে কোটি কোটি টাকা আয় মালদহ রেল ডিভিশনের। পূর্ব রেলের মালদহ ডিভিশনের অধীনস্থ বিভিন্ন রেল স্টেশনের জমানো স্ক্র্যাপ উপকরণ বিক্রি করে লক্ষী লাভ রেলের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
গত নভেম্বর মাসে জমা হওয়া প্রায় ৩০০.৯৪ মেট্রিক টন স্ক্র্যাপ উপকরণ বেচে রেকর্ড গড়ল মালদহ রেল ডিভিশন। যেখানে প্রায় ২ কোটি ৫৬ লক্ষ টাকা আয় করে হয় মালদহ রেল ডিভিশনের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
সিনিয়র ডিভিশনাল ম্যাটেরিয়াল ম্যানেজার মোসেস নাগ জানান, "নভেম্বর মাস জুড়ে ডিভিশনের অন্তর্গত বিভিন্ন স্টেশন থেকে পিএসসি স্লিপার, ওয়াগন উপাদান, রেল এবং অন্যান্য বিবিধ জিনিসপত্র সহ প্রায় ৩০০.৯৪ মেট্রিক টন স্ক্র্যাপ সামগ্রী সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। একাধিক ই-নিলামের মাধ্যমে এই দায়িত্বশীল এবং পদ্ধতিগত নিষ্পত্তির করে ২ কোটি ৫৬ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
মালদহ রেল ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "পূর্ব রেলের মালদহ ডিভিশন 'জিরো-স্ক্র্যাপ মিশনের' অধীনে টেকসই সম্পদ ব্যবস্থাপনা এবং রাজস্ব উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কৌশলগত পরিকল্পনা এবং দক্ষ সম্পদ ব্যবহারের মাধ্যমে কাজ করে চলেছে মালদহ রেল ডিভিশন।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
তিনি আরও জানান, "রেলের স্ক্র্যাপ সামগ্রি রেলের আয়ে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। যা রেল ডিভিশনের কার্যকর সমন্বয়, ক্রমাগত পর্যবেক্ষণ এবং পরিচালনা দক্ষতার প্রতি প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এই অর্জন মালদহ ডিভিশনের সক্রিয় দৃষ্টিভঙ্গি এবং টেকসই এবং দায়িত্বশীল সম্পদ নিষ্পত্তি অনুশীলনের প্রতি নিবেদনকে তুলে ধরে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
কোটি কোটি টাকা আয় করল মালদহ রেল ডিভিশন...! ফেলে দেওয়া 'জিনিস' বেচে বিপুল লক্ষ্মী লাভ! ১ মাসে আয় দাঁড়াল কত বলুন তো?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল