ওয়েটিং লিস্টের দুঃখ ঘোচাতে পুজোয় আসছে বিশেষ ট্রেন..., বড় ঘোষণা রেলের, ছুটবে কোন কোন রুটে?
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Indian Railways: পুজোর ছুটি মানেই ভ্রমণ পিপাসুদের মনে ফুরফুরে আমেজ। কিন্তু, পুজোর ট্রেন টিকিট কাটতে গিয়েই পেতে হয় ওয়েটিং লিস্ট! মুখ বেজার অধিকাংশের। তবে এবার হবে মুশকিল আসান
advertisement
1/9

পুজোর ছুটি মানেই ভ্রমণ পিপাসুদের মনে ফুরফুরে আমেজ। কিন্তু, পুজোর ঘুরতে যাওয়ার ট্রেন টিকিট কাটতে গেলেই পেতে হয় লম্বা ওয়েটিং লিস্ট! শেষ মুহূর্তে টিকিট কনফার্ম না হলেই প্ল্যান বানচাল আর মুখ বেজার বাড়ি শুদ্ধু সকলের।
advertisement
2/9
তবে এবার হবে মুশকিল আসান। আসছে বিশেষ ট্রেন, আশ্বাস রেলের। পুজোর গন্ধ ইতিমধ্যেই ভাসছে বাতাসে। আর শারদ উৎসব মানেই মিষ্টির দোকান থেকে শপিং মল, সর্বত্রই বাঙালির ভিড়। তবে সবচেয়ে বড় ভিড় এখন রেল টিকিট কাউন্টারে।
advertisement
3/9
দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কিংবা অন্যান্য রাজ্যে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলেই সামনে আসছে একটাই শব্দ—‘ওয়েটিং লিস্ট’।ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না নিশ্চিত টিকিট।
advertisement
4/9
পুজোর ছুটিতে কেউ পরিবার নিয়ে উত্তরবঙ্গে ছুটি কাটাতে চান, কেউ আবার আত্মীয়দের কাছে যেতে চান—কিন্তু টিকিট মিলছে না বলেই সব পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছে। আদৌ কি যাওয়া যাবে?
advertisement
5/9
আর এই পরিস্থিতিতেই মাথায় হাত পর্যটন ব্যবসায়ীদের। বুকিং থাকা সত্ত্বেও যাত্রীদের একাংশ আসতে পারছেন না, ফলে ক্ষতির মুখে হোটেল থেকে গাইড পরিষেবা—সবকিছু। তবে আশার আলো দেখিয়েছে রেল দফতর।
advertisement
6/9
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এবার পুজোয় কলকাতাগামী বেশ কয়েকটি বিশেষ পুজো স্পেশাল ট্রেন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শিগগিরই সময়সূচি ও রুট ঘোষণা করা হবে।”
advertisement
7/9
ভারতীয় রেলের এই ঘোষণায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা। যদিও বিশেষ ট্রেনের সংখ্যা পর্যাপ্ত হবে কি না, তা নিয়ে এখনও সংশয় রয়ে গিয়েছে।
advertisement
8/9
কারণ, পুজোর সময় লাখ লাখ মানুষ কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে যাতায়াত করেন। ফলে কয়েকটি বিশেষ ট্রেন কতটা চাপ সামলাতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন।
advertisement
9/9
তবুও পুজোর ছুটির মুখে এই ঘোষণা অনেকের মুখে ফিরিয়ে আনছে হাসি। পুজোয় ঘুরতে বেরনোর প্ল্যান ভেস্তে যাওয়ার পরেও নতুন করে আশার আলো দেখাচ্ছে ভারতীয় রেল।সুরজিৎ দে