Indian Railways: দু’দিন দেরিতে চলবে দার্জিলিং মেল! পথবদল একাধিক উত্তরবঙ্গের ট্রেনের! দেখুন তালিকা
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
হাওড়া ডিভিশনের বর্ধমান শক্তিগড় স্টেশনের মাঝামাঝিতে চলবে কাজ, দুইদিন রক্ষণাবেক্ষণের কাজ চালায় বাতিল লোকাল ট্রেন দূরপাল্লার ট্রেনের পথ পরিবর্তন
advertisement
1/8

দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন নিয়ে বড় আপডেট রেলের। সময়ের থেকে দেরিতে ছুটবে দার্জিলিং মেল, সরাইঘাট এক্সপ্রেস-সহ আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন।
advertisement
2/8
ঘুরপথে চলবে উত্তরবঙ্গ এক্সপ্রেস গৌড় এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন। সঙ্গে বর্ধমান- হাওড়া রুটে দুই জোড়া লোকাল ট্রেন বাতিল।
advertisement
3/8
দুই দিনের জন্য রেলের এই সিদ্ধান্ত। কারণ হাওড়া ডিভিশনের শক্তিগড়- বর্ধমান স্টেশনের মাঝে রেলের ওভার হেড ইলেকট্রিক লাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
advertisement
4/8
তাই রেলের পক্ষ থেকে ২৪ ও ২৫ জানুয়ারি দুই দিন ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করেছে। দুই দিনের ট্রাফিক এবং পাওয়ার ব্লকের বেশ কিছু ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
advertisement
5/8
২৪ ও ২৫ জানুয়ারি বাতিল-বর্ধমান থেকে: ৩৬৮১২,৩৭৮১২হাওড়া থেকে:৩৬৮১১, ৩৭৮১১ যে সমস্ত মেল/এক্সপ্রেস ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে -১৩১৪৮ বামনহাট – শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস১৩১৫৪ মালদহ টাউন – শিয়ালদহ গৌর এক্সপ্রেস।
advertisement
6/8
এই দুটি ট্রেন নিউ ফারাক্কা-আজিমগঞ্জ- কাটোয়া হয়ে নিউ ফারাক্কা, জঙ্গিপুর রোডে স্টপেজ দিয়ে ডাইভার্ট করা হবে আজিমগঞ্জ থেকে কাটোয়া।মেল/এক্সপ্রেস ট্রেনের নিয়ন্ত্রণ- ১২৩০৮ যোধপুর - হাওড়া এক্সপ্রেস। ৪৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।
advertisement
7/8
১২৩৬০ পাটনা - কলকাতা গরীব্রথ এক্সপ্রেস। ২৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।২২২১৪ পাটনা - শালিমার দুরন্ত এক্সপ্রেস। ২৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।১২৩৪৪ হলদিবাড়ি - শিয়ালদহ দার্জিলিং মেল।
advertisement
8/8
২৪ ও ৩৫ জানুয়ারি ১.২০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।১২৩৪৬ গুয়াহাটি - হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। ২৪ ও ২৫ জানুয়ারি ১.২০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।