TRENDING:

Indian Railways: দু’দিন দেরিতে চলবে দার্জিলিং মেল! পথবদল একাধিক উত্তরবঙ্গের ট্রেনের! দেখুন তালিকা

Last Updated:
হাওড়া ডিভিশনের বর্ধমান শক্তিগড় স্টেশনের মাঝামাঝিতে চলবে কাজ, দুইদিন রক্ষণাবেক্ষণের কাজ চালায় বাতিল লোকাল ট্রেন দূরপাল্লার ট্রেনের পথ পরিবর্তন
advertisement
1/8
দু’দিন দেরিতে চলবে দার্জিলিং মেল! পথবদল একাধিক উত্তরবঙ্গের ট্রেনের! দেখুন তালিকা
দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন নিয়ে বড় আপডেট রেলের। সময়ের থেকে দেরিতে ছুটবে দার্জিলিং মেল, সরাইঘাট এক্সপ্রেস-সহ আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন।
advertisement
2/8
ঘুরপথে চলবে উত্তরবঙ্গ এক্সপ্রেস গৌড় এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন। সঙ্গে বর্ধমান- হাওড়া রুটে দুই জোড়া লোকাল ট্রেন বাতিল।
advertisement
3/8
দুই দিনের জন্য রেলের এই সিদ্ধান্ত। কারণ হাওড়া ডিভিশনের শক্তিগড়- বর্ধমান স্টেশনের মাঝে রেলের ওভার হেড ইলেকট্রিক লাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
advertisement
4/8
তাই রেলের পক্ষ থেকে ২৪ ও ২৫ জানুয়ারি দুই দিন ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করেছে। দুই দিনের ট্রাফিক এবং পাওয়ার ব্লকের বেশ কিছু ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
advertisement
5/8
২৪ ও ২৫ জানুয়ারি বাতিল-বর্ধমান থেকে: ৩৬৮১২,৩৭৮১২হাওড়া থেকে:৩৬৮১১, ৩৭৮১১ যে সমস্ত মেল/এক্সপ্রেস ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে -১৩১৪৮ বামনহাট – শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস১৩১৫৪ মালদহ টাউন – শিয়ালদহ গৌর এক্সপ্রেস।
advertisement
6/8
এই দুটি ট্রেন নিউ ফারাক্কা-আজিমগঞ্জ- কাটোয়া হয়ে নিউ ফারাক্কা, জঙ্গিপুর রোডে স্টপেজ দিয়ে ডাইভার্ট করা হবে আজিমগঞ্জ থেকে কাটোয়া।মেল/এক্সপ্রেস ট্রেনের নিয়ন্ত্রণ- ‌১২৩০৮ যোধপুর - হাওড়া এক্সপ্রেস। ৪৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।
advertisement
7/8
১২৩৬০ পাটনা - কলকাতা গরীব্রথ এক্সপ্রেস। ২৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।২২২১৪ পাটনা - শালিমার দুরন্ত এক্সপ্রেস। ২৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।১২৩৪৪ হলদিবাড়ি - শিয়ালদহ দার্জিলিং মেল।
advertisement
8/8
২৪ ও ৩৫ জানুয়ারি ১.২০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।১২৩৪৬ গুয়াহাটি - হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। ২৪ ও ২৫ জানুয়ারি ১.২০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Indian Railways: দু’দিন দেরিতে চলবে দার্জিলিং মেল! পথবদল একাধিক উত্তরবঙ্গের ট্রেনের! দেখুন তালিকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল