Indian Railways: ট্রেনের কামরায় ‘ওঁরা’, ৫৬ তরুণীর জন্য হাজির রেল পুলিশের ২৭ জনের টিম, তারপর যা যা হল
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
Indian Railways: ভিনরাজ্যে কাজের আশা, তাই সকলেই ওদের কথায় রাজি হয়ে উঠেছিলেন ট্রেনে...
advertisement
1/5

ডাউন ক্যাপিটাল এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় তল্লাশি। উদ্ধার ৫৬ জন তরুণী। তাদের মাস তিনেকের প্রশিক্ষন দেওয়া হয়েছিল। বেঙ্গালুরুতে বেসরকারি সংস্থায় চাকরির প্রলোভন দেওয়া হয়েছিল। Photo -Representative (Meta AI)
advertisement
2/5
আগে থেকে খবর ছিল রেল পুলিশের কাছে। সেইমতো ২৭ জনের টিম গঠন করে রেল পুলিশ। সোমবার রাতে এনজেপি স্টেশনে তল্লাশি বিশেষ টিমের।
advertisement
3/5
এনজেপি স্টেশনে তুলকালাম কাণ্ড৷ কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে পাচারের ছক! গ্রেফতার ২, উদ্ধার ৫৬ তরুণী! কাজের প্রলোভন দেখিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তরুণীদের ভিন রাজ্যে পাচারের ছক। কিন্তু কোনো নথি দেখাতে পারেনি ধৃতেরা। Photo -Representative (Meta AI)
advertisement
4/5
পরে জানা যায়, বেঙ্গালুরু নয়, তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হচ্ছিল। দু'জনকে আটক করে জেরায় অসংলগ্নতা দেখা যায়। গ্রেফতার করা হয় এক মহিলা সহ ২ জনকে। এনজেপি জিআরপি এবং আরপিএফ যৌথভাবে অভিযান চালায়।
advertisement
5/5
আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। নিজেদের হেপাজতে নিয়ে ফের জেরা করা হবে দুই ধৃতকে। অন্যদিকে উদ্ধার হওয়া তরুণীদের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। Input- Partha Pratim Sarkar