TRENDING:

Train Time: ট্রেনের সময় বদল! মালদহ ডিভিশনে‌ পরিবর্তন একাধিক ট্রেনের সময়সূচী, বাড়ি বেরনোর আগে জেনে নিন

Last Updated:
Train Time: প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানান হয়েছে মালদহ রেল ডিভিশনের পক্ষ থেকে। আগামী ১৫ই ডিসেম্বর মালদহ রেল ডিভিশনের অন্তর্গত সুজনিপাড়া ও জঙ্গিপুর রোড স্টেশনের মধ্যে রেললাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৯০ মিনিট এবং ৩০ মিনিট দেরিতে ছাড়বে দুটি ট্রেন।
advertisement
1/4
ট্রেনের সময় বদল! মালদহ ডিভিশনে‌ পরিবর্তন একাধিক ট্রেনের সময়সূচী, বাড়ি বেরনোর আগে জানুন
প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানান হয়েছে মালদহ রেল ডিভিশনের তরফে। আগামী ১৫ই ডিসেম্বর মালদহ রেল ডিভিশনের অন্তর্গত সুজনিপাড়া ও জঙ্গিপুর রোড স্টেশনের মধ্যে রেললাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৯০ মিনিট এবং ৩০ মিনিট দেরিতে ছাড়বে দুটি ট্রেন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/4
যার ফলে ট্রেন নাম্বার ৫৩০৫৩ কাটোয়া-নিমতিতা প্যাসেঞ্জার ট্রেন যথাক্রমে ৯০ মিনিট দেরিতে ছাড়বে। অন্যদিকে ট্রেন নাম্বার ৫৩০২৭ আজিমগঞ্জ-মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন ৩০ মিনিট দেরিতে ছাড়বে বলে মালদহ রেল ডিভিশন কর্তৃপক্ষকে জানা গেছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/4
পূর্ব রেলের মালদহ রেল ডিভিশন ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "রেল যাত্রীদের গতিশীল পরিষেবার ক্ষেত্রে মালদহ ডিভিশনের সুজনিপাড়া ও জঙ্গিপুর রোড স্টেশনের মধ্যে রেল লাইনের রক্ষণাবেক্ষণ কাজ চলবে। যার ফলে দুটি ট্রেনের যথাক্রমে ৩০ মিনিট এবং ৯০ মিনিট দেরিতে চলবে। ৫৩০৫৩ কাটোয়া-নিমতিতা প্যাসেঞ্জার এবং ৫৩০২৭ আজিমগঞ্জ-মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন দুটি যথাক্রমে ৩০ মিনিট এবং ৯০ মিনিট দেরিতে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/4
তিনি আরও জানান, "যাত্রীদের আরামদায়ক এবং সুবিধাজনক পরিষেবার ক্ষেত্রে সর্বদা দায়িত্বশীল রেল কর্তৃপক্ষ। যদিও এদিন দেরিতে ট্রেন চলাচলের ক্ষেত্রে যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী রেল কর্তৃপক্ষ।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Train Time: ট্রেনের সময় বদল! মালদহ ডিভিশনে‌ পরিবর্তন একাধিক ট্রেনের সময়সূচী, বাড়ি বেরনোর আগে জেনে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল