Rail: নেই কোনও স্টেশন! বছরে মাত্র ৮ দিন দাঁড়ায় সব ট্রেন! কী এমন জায়গা! কী কারণ? জানুন রোমহর্ষক কাহিনী
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Rail: দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লাতে নেই স্থায়ী রেল স্টেশন। কিন্তু ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালীকে শ্রদ্ধা জানাতে এগিয়ে এল রেল মন্ত্রকও। রেল মন্ত্রকের নির্দেশে বোল্লাতে হয়েছে অস্থায়ী রেল স্টেশন। ওই অস্থায়ী রেল স্টেশনেই আটদিন দু-মিনিটের জন্য দাঁড়াবে ট্রেন।
advertisement
1/8

*দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লাতে নেই কোন স্থায়ী রেল স্টেশন। তাই বছরের অন্যান্য সময় সেখানে কোন ট্রেনই দাঁড়ায় না। কিন্তু ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালীকে শ্রদ্ধা জানাতে এগিয়ে এল রেল মন্ত্রকও। রেল মন্ত্রকের নির্দেশে বোল্লাতে করা হয়েছে অস্থায়ী রেল স্টেশন। ওই অস্থায়ী রেল স্টেশনেই বোল্লা পুজো উপলক্ষে দাঁড়াবে সব ট্রেন। প্রতিবেদনঃ সুস্মিতা গোস্বামী। ফাইল ছবি।
advertisement
2/8
*আটদিন ধরে এই ট্রেন দাঁড়াবে। ইতিমধ্যেই বালুরঘাটের আপ-ডাউন সব রুটের ট্রেনকেই দাঁড়ানোর নির্দেশ দিয়েছে রেল মন্ত্রকের। পুজোর দুদিন আগে থেকে ২৭ নভেম্বর অবধি বালুরঘাটের বোল্লা এলাকায় দু-মিনিটের জন্য সব ট্রেন দাঁড়াবে। ফাইল ছবি।
advertisement
3/8
*ইতিমধ্যেই ওই রেল স্টেশনে নিরাপত্তা দিতে বালুরঘাট জিআরপি উদ্যোগ গ্রহণ করেছে। বোল্লা মেলা পুজো কমিটি থেকেই আলো, শৌচালয়-সহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে। ফাইল ছবি।
advertisement
4/8
*রেল দফতর সূত্রে খবর, উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার বালুরঘাট রেল স্টেশন পরিদর্শন করতে এসেছিলেন। তিনি বোল্লা কালী পুজো উপলক্ষে ট্রেন দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। সেই অর্ডার অনুযায়ী বোল্লা পুজো শুরু হতেই সেখানে ট্রেন দাঁড়াচ্ছে। ফাইল ছবি।
advertisement
5/8
*বালুরঘাটের ঐতিহ্যবাহী বোল্লা মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। এই মেলাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। পুজোর তিনদিন তো বটেই, বিসর্জনের পর অনেকদিন ধরেই অনেক দোকান থাকে। এমনকি বহু মানুষ বিসর্জনের পরে এসেও পুজো দিয়ে যায়। ফাইল ছবি।
advertisement
6/8
*প্রতিবছর দূর-দূরান্ত থেকে ট্রেনে করে বহু ভক্তরা বোল্লা মেলায় আসেন নিষ্ঠা ভরে পুজো দিতে। মূলত বাস থেকে নেমে জাতীয় সড়ক থেকে মূল রাস্তা দিয়ে বোল্লা মন্দিরে ভক্তরা আসে। অন্যদিকে, গ্রামের রাস্তা খাসপুর, পতিরাম সহ বিভিন্ন রুট দিয়ে মানুষ আসে। ফাইল ছবি।
advertisement
7/8
*রেলের এক আধিকারিক বলেন, "বোল্লা কালীপুজো উপলক্ষে ২০ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত সব ট্রেন দাঁড়াবে। তাদের তরফ থেকে যাত্রীদের নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা করা হচ্ছে।" ফাইল ছবি।
advertisement
8/8
*রেলদফতর সূত্রে খবর, বালুরঘাট রেল স্টেশন থেকে বর্তমানে অনেকগুলিই ট্রেন চলে। বালুরঘাট-মালদা প্যাসেঞ্জার, শিলিগুড়ি ইন্টারসিটি, তেভাগা, হাওড়া, দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস, শিয়ালদহ এক্সপ্রেস, নবদ্বীপ ধাম এক্সপ্রেস দুইবার করে যাতায়াত করে। আপ ডাউন সব ট্রেন ওই বোল্লার স্টেশনে দাঁড়াবে। ফাইল ছবি।