Sikkim Snowfall: সিকিমে দুর্যোগ! বরফে আটকে ১২১৭ পর্যটক, ভারতীয় সেনার তৎপরতায় রাতভর উদ্ধারকাজ
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Sikkim Snowfall: ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস পর্যটকদের উদ্ধার করতে তৎপর হয় ৷ আটকে থাকা পর্যটকদের উদ্ধার করে ৷ এই ঠান্ডায় রাতভর চলে উদ্ধারকার্য প্রায় ১২১৭ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা ৷
advertisement
1/5

সিকিম : প্রবল তুষারপাত শুরু হয়েছে সিকিমের বিভিন্ন জায়গায় ৷ বুধবার সকাল থেকেই সিকিম-সহ কালিম্পং ও দার্জিলিংয়ের একাধিক জায়গায় প্রবল তুষারপাত শুরু হয় ৷
advertisement
2/5
লাচুং, লাচেন-সহ উত্তর সিকিমের উচ্চ পর্বতশৃঙ্গে আচমকা আবহাওয়া খারাপ হতে থাকে ৷ সেই কারণে শুরু হয় তুষারপাত ৷ বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে ৷
advertisement
3/5
এই প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৪০০ পর্যটকদের গাড়ি আটকে পড়ে ৷ প্রবল তুষারপাতের কারণে গাড়ি থেকে বেরনোর কোনও উপায় ছিল না।
advertisement
4/5
খবর পাওয়া মাত্র ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস পর্যটকদের উদ্ধার করতে তৎপর হয় ৷ আটকে থাকা পর্যটকদের উদ্ধার করে ৷ এই ঠান্ডায় রাতভর চলে উদ্ধারকার্য প্রায় ১২১৭ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা ৷
advertisement
5/5
পর্যটকদের উদ্ধার করে সেনার ব্যারাকে নিয়ে যাওয়া হয় ৷ বিশেষ মেডিক্যাল টিমেরও ব্যবস্থা করা হয় ৷ পর্যটকদের জন্য গরম পোশাক থেকে শুরু করে খাবারের ব্যবস্থাও করা হয় ৷ ছিল প্রাথমিক চিকিৎসা বন্দোবস্ত ৷