Indian Army: বাংলাদেশে অশান্তির আবহে জলপাইগুড়িতে হঠাৎ সেনাবাহিনীর আগমন! তিস্তা সেতুতে চলল BSF-এর আপৎকালীন মহড়া
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Indian Army: ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা তিস্তা নদীর পাড়ে হঠাৎই বাড়তি নিরাপত্তা তৎপরতা নজরে আসায় কিছুক্ষণের জন্য চরম উত্তেজনার সৃষ্টি হয়।
advertisement
1/5

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিকে সামনে রেখে মঙ্গলবার সীমান্তরক্ষী বাহিনী শহরতলির তিস্তা সেতু এলাকায় নদীবক্ষে নিজেদের মহড়া সারল। বিষয়টি একান্তই আভ্যন্তরীন বিষয় বলে বিএসএফের তরফে জানানো হয়েছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা শহরে হঠাৎ ভারতীয় সেনাবাহিনীদের আগমন, যুদ্ধকালীন পরিস্থিতি জলপাইগুড়িতে! মঙ্গলবার সকালে জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন এলাকায় এমনই ছবি দেখা গেল। এদিন জলপাইগুড়ি শহর সংলগ্ন বাংলাদেশমুখী তিস্তা নদীর উপর অবস্থিত আসামগামী গুরুত্বপূর্ণ সড়ক ও রেল সেতু এলাকায় এক জরুরি নিরাপত্তা মহড়া চালানো হয়। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
2/5
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে এই যৌথ মহড়ায় অংশ নেয় দমকল বিভাগ, স্বাস্থ্য দফতর সহ রাজ্য সরকারের একাধিক জরুরি পরিষেবা। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা তিস্তা নদীর পাড়ে হঠাৎই বাড়তি নিরাপত্তা তৎপরতা নজরে আসায় কিছুক্ষণের জন্য চরম উত্তেজনার সৃষ্টি হয়।
advertisement
3/5
সেতু এলাকায় আধা সামরিক বাহিনীর সক্রিয় উপস্থিতি, অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ির চলাচল অনেকেরই যুদ্ধকালীন পরিস্থিতির মতো মনে হয়। স্থানীয় ব্যবসায়ী অমিত বিশ্বাস জানান, “হঠাৎ এত বাহিনী ও গাড়ি দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তবে পরে বুঝেছি সেতুর নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে প্রশাসনের প্রস্তুতি যাচাই করতেই এই মহড়া।”
advertisement
4/5
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকা হওয়ায় এবং তিস্তা সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার অংশ হওয়ায় নিয়মিত বিরতিতে এই ধরনের মহড়া চালানো হয়। এর মূল উদ্দেশ্য হল, যেকোনও সম্ভাব্য বিপর্যয় বা নিরাপত্তাজনিত ঘটনার ক্ষেত্রে দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করা। মহড়া চলাকালীন সাধারণ মানুষের চলাচলে বড় কোনও অসুবিধা হয়নি।
advertisement
5/5
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধরনের প্রস্তুতি। এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)