North Bengal Weather Update: শৈলশহর মেঘের আড়ালে, কালিম্পং ঝলমলে, সমতলে বাড়ছে অস্বস্তিকর গরম
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
North Bengal Weather Update: বুধবার শিলিগুড়িতে সকাল থেকে ছিল আকাশ পরিষ্কার, কিন্তু বাড়ছে তাপমাত্রা। ওদিকে, দার্জিলিংয়ের আজও মেঘের আড়ালে।
advertisement
1/5

বুধবার শিলিগুড়িতে সকাল থেকে ছিল আকাশ পরিষ্কার, কিন্তু বাড়ছে তাপমাত্রা। ওদিকে, দার্জিলিংয়ের আজও মেঘের আড়ালে। কোথাও ঘন কুয়াশার চাদর। মনোরম আবহাওয়ার টানে ভিড় বাড়াচ্ছে পর্যটকেরা।
advertisement
2/5
এ দিকে কালিম্পংয়ে রোদ ঝলমলে আবহাওয়া। নীল পাহাড় ছবির মতো। হালকা মেঘের ভেলা। একই রকম আবহাওয়া জলপাইগুড়িতে, ডুয়ার্সে৷ সর্বত্রই পরিস্কার আকাশ, ঝকঝকে রোদ, লাফিয়ে বাড়ছে তাপমাত্রা৷
advertisement
3/5
আলিপুরদুয়ারে দেখা যাচ্ছে মেঘলা আকাশ, রয়েছে বৃষ্টির সম্ভাবনা। একই ভাবে, কোচবিরারে রয়েছে রৌদ্রজ্জ্বল আকাশ। চড়ছে পারদ। অস্বস্তিই সঙ্গী।
advertisement
4/5
উত্তরদিনাজপুরে সকাল থেকেই রোদের আলো। যত বেলা গড়াচ্ছে ততই গরম বাড়ছে। দিনভর অস্বস্তির আশঙ্কা। এদিকে ইসলামপুরে রয়েছে রোদ ঝলমলে আবহাওয়া। গরমে কাহিল হওয়ার আশঙ্কা।
advertisement
5/5
বালুরঘাটও আজ ঝলমলে। চড়ছে পারদ। দক্ষিণবঙ্গের মতোই উত্তরের সমতলেও আকাশ পরিস্কার থাকলেই বাড়ছে তাপমাত্রা।