IMD West Bengal Weather: মৌসুমী অক্ষরেখা সরল বাংলা থেকে...! ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন উত্তরবঙ্গে! কী সতর্কতা দক্ষিণে? জানিয়ে দিল আলিপুর
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
IMD West Bengal Weather: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ১৯ জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা-সংলগ্ন উপকূলে এই নিম্ন চাপের প্রভাব সব থেকে বেশি থাকবে।
advertisement
1/10

ফের আবহাওয়ার ভোলবদলের সম্ভাবনা আগামী কয়েকদিনে। পূর্বাভাস বলছে উইকেন্ডে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আগামী দু'তিন দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে।
advertisement
2/10
উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৬ জুলাই, মঙ্গলবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/10
বাকি জেলাগুলিতেও হতে পারে বৃষ্টি। যদিও উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টি।
advertisement
4/10
এছাড়া উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে বজ্রপাত ও ঝড়ের সর্কতার জেরে জারি। আপাতত, ২১ জুলাই অর্থাৎ রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই জারি থাকবে ভারী বর্ষণ।
advertisement
5/10
গত কয়েক দিনে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় একটানা ভারী বৃষ্টি হচ্ছে। এর ফলে কিছু স্থানে ধস, বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা করা হচ্ছিল। তবে আপাতত পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গেও বৃষ্টি ক্রমশ কমবে। ইতিমধ্যেই সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে।
advertisement
6/10
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ১৯ জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা-সংলগ্ন উপকূলে এই নিম্ন চাপের প্রভাব সব থেকে বেশি থাকবে।
advertisement
7/10
মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাতে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ওড়িশা সংলগ্ন এলাকায়। একটি অফশোর অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে কেরল পর্যন্ত।
advertisement
8/10
দক্ষিণবঙ্গের আবহাওয়া:মঙ্গলবার স্ক্যাটারড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। উপকূল উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে।
advertisement
9/10
শুক্রবার থেকে আবহাওয়ার আবার পরিবর্তন। ফের স্ক্যাটারড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে।
advertisement
10/10
শনি ও রবিবার বৃষ্টি ক্রমশ বাড়বে। রবিবার কলকাতা-সহ উপকূল ও উপকূল সংলগ্ন জেলা এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে মূলত মেঘলা আকাশের পূর্বাভাস।