IMD Weather Update: দু’তিন ঘণ্টায় দক্ষিণবঙ্গের তিনটি জেলা জুড়ে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! সঙ্গে ঝোড়ো বাতাস
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
IMD Weather Update: রবিবার গোটা রাজ্যেই থাকছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার দুপুরের পর থেকে।
advertisement
1/6

আগামী দু'তিন ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা।
advertisement
2/6
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দিন দুয়েকে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাসে জাানানো হয়েছে।
advertisement
3/6
শনিবার রাতের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির বদল হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার নাগাদ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে।
advertisement
4/6
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
advertisement
5/6
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
6/6
এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। উল্লিখিত জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।