IMD Weather Update: গরমে হাসফাঁস, বাংলার ৬ জেলায় ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি! ভিজবে কোন কোন জেলা?
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
IMD Weather Update: গুমোট গরমে নাভিঃশ্বাস দশা, চারিদিকে থমথমে মেঘলা আকাশ তার মাঝেই ঝড়-বৃষ্টির আশঙ্কা। আবহাওয়ার বড় খবর।
advertisement
1/5

রাত থেকে ঝমঝমিয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। পাহাড়ে মেঘাচ্ছন্ন আকাশ, সমাতলেও মেঘেদের আড়ালে রোদের ঝলকানি। বৃষ্টির ফলে পাহাড়ে তাপমাত্রা অনেকটা কমলেও, সমতলে নাজেহাল গরম।
advertisement
2/5
বুধবার সকাল থেকেই শৈল শহরে মেঘের আড়ালে রোদের লুকোচুরি খেলা, অন্যদিকে, সমতলে ঝলসানো গরমে নাভিঃশ্বাস দশা। তবে দিন গড়ানোর সঙ্গেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। উত্তুরে হাওয়ার সঙ্গে ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা শীত-শীত। হলুদ সতর্কতায় উত্তরের ৫ জেলাতেই ঝমঝমিয়ে বৃষ্টি। সমতলেও মেঘলা আকাশ জারি বৃষ্টির পূর্বাভাস, তার মাঝে এই গুমোট গরম।
advertisement
4/5
আইএমডি-র রিপোর্ট অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের প্রত্যেক জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি। পাহাড়ের পাশাপাশি রেহাই পাবে না সমতলও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বৃষ্টিতে ভাসবে প্রত্যেক জেলা।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে দফায় দফায় চলবে বৃষ্টিপাত। টানা গরমের পর এবার দফায় দফায় বৃষ্টিপাতের জেরে ভাসবে উত্তরবঙ্গের একাধিক জেলা।