IMD Bangla Weather Update: রাত পোহালেই আবহাওয়ার ভোলবদল...! আরও কত কমবে তাপমাত্রা? কুয়াশা নিয়ে সতর্কতা জারি
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
IMD Bangla Weather Update: হু হু করে কমছে গৌড়বঙ্গের জেলাগুলির তাপমাত্রা। এদিন জেলাগুলির তাপমাত্রা আরও ১ ডিগ্রি কমেছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নামতেই আছে। সঙ্গে বাড়ছে ঠান্ডার দাপট।
advertisement
1/5

মালদহ: হু হু করে কমছে গৌড়বঙ্গের জেলাগুলির তাপমাত্রা। এদিন জেলাগুলির তাপমাত্রা আরও ১ ডিগ্রি কমেছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নামতেই আছে। সঙ্গে বাড়ছে ঠান্ডার দাপট।
advertisement
2/5
তাপমাত্রা হ্রাসের সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা চারদিক। গত কয়েকদিন ধরেই গৌড়বঙ্গের জেলাগুলিতে কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। রাতের দিকে বাড়ছে কুয়াশা।
advertisement
3/5
আগামীতে আরও তাপমাত্রা কমতে পারে মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রাও অনেকটাই নীচে নেমেছে। সার্বিক তাপমাত্রা কমতে থাকায় ঠান্ডা দাপট বাড়ছে।
advertisement
4/5
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। আগামীতে তাপমাত্রার পারদ আরও কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/5
ঠান্ডায় জবুথবু গৌড়বঙ্গের সাধারণ মানুষ। কুয়াশার সঙ্গে দিনভর আকাশ মেঘলা থাকছে। তবে বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। জেলাগুলিতে বইছে উত্তুরে হাওয়া।