IMD Weather Update | Darjeeling: ঘামছে পাহাড়, ফ্যান কিনছেন দার্জিলিং-কালিম্পং-কার্শিয়ংয়ের বাসিন্দারা!
- Published by:Raima Chakraborty
- local18
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Update | Darjeeling: অবিশ্বাস্য বলা হলেও সত্যি। পাহাড়ে এমন গরম কবে শেষ পড়েছিল মনে করতে পারছেন না বাসিন্দারা।
advertisement
1/7

পাহাড়ে গরমের পারদ ক্রমশ চড়ছে। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং বা মিরিক। সর্বত্রই তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী। (তথ্য- বিশ্বজিৎ সাহা)
advertisement
2/7
শৈলশহর দার্জিলিংয়ে উধাও ঠাণ্ডা। সকাল সকাল চড়া রোদ। ২২ ডিগ্রি দিয়ে ইনিংস শুরু। বেলা বাড়লে বাড়বে পারদও! ঝরছে ঘাম। ঘুরছে ফ্যানের পাখা।
advertisement
3/7
অন্যদিকে, কালিম্পংয়ে আরও কয়েক ডিগ্রি উপরে তাপমাত্রা! সাতসকালে কালিম্পংয়ে তাপমাত্রা ২৫ ডিগ্রি!
advertisement
4/7
শেষ কবে হয়েছিল, মনে করতে পারছেন না স্থানীয়রা। অগত্যা ভরসা ছাতা আর ফ্যান। বেলা গড়ালে পারদও চড়বে। বাড়বে অস্বস্তি।
advertisement
5/7
দার্জিলিং-কালিম্পং-কার্শিয়ংয়-মিরিকের বাসিন্দারা ফ্যান কিনতে বাধ্য হচ্ছেন। সমতল থেকে ফ্যান কিনে নিয়ে উঠছেন পাহাড়বাসী।
advertisement
6/7
পাহাড়ে বেড়াতে এসে কার্যত অস্বস্তিতে পর্যটকেরা। গরম যেন নিত্যসঙ্গী! দক্ষিণবঙ্গের তীব্র জ্বালা জুড়োতে পাহাড়ে গিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।
advertisement
7/7
উত্তরবঙ্গের প্রতিটি জেলায় এ বার প্রচণ্ড গরম বেড়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদহে লু এবং তাপপ্রবাহের পরিস্থিতি। যা অকল্পনীয় বলেই দাবি উত্তরবঙ্গবাসীর। (তথ্য- বিশ্বজিৎ সাহা)