TRENDING:

North Bengal Weather : পাহাড়ের চারিদিকে শুধুই ধ্বংসের ছবি! বৃষ্টি কমবে কবে? ধীরে ধীরে স্বস্তির ইঙ্গিত দিল IMD, জানুন মেগা আপডেট

Last Updated:
North Bengal Weather : মঙ্গলবারেও পাহাড়ের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে পাহাড়ে? IMD'র বড় আপডেট।
advertisement
1/5
দুর্যোগে ছারখার উত্তরবঙ্গ! কবে কমবে বৃষ্টি, বড় আপডেট দিল হাওয়া অফিস! জানুন...
পুজো পরবর্তী বৃষ্টি ধ্বংসলীলা চালিয়েছে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় জনজীবন বিপর্যস্ত। প্রাণ গিয়েছে বহু মানুষের। প্রকৃতির রোষ থেকে মুক্তি পাওয়া যাবে কবে? সেই চিন্তা এখন গ্রাস করেছে পাহাড়ের বাসিন্দা থেকে পর্যটক, সকলের। এমন পরিস্থিতি আগামী কয়েকদিনের আবহাওয়ার দিকে তাকিয়ে রয়েছেন মানুষ। কিন্তু কবে কমবে বৃষ্টি? বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। <strong>(ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)</strong>
advertisement
2/5
মঙ্গলবারেও পাহাড়ের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। প্রায় সমস্ত জেলার বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একই রকমের আবহাওয়া থাকবে বুধবারেও। তবে ভারী বা অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই।
advertisement
3/5
উল্লেখ্য, বিগত দু-তিনদিনে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। নেপাল, ভুটান থেকে আসা নদীগুলির জলস্তর হু-হু করে বেড়ে গিয়েছিল। সেই তুলনায় ধীরে ধীরে কমছে বৃষ্টির পরিমাণ। সবমিলিয়ে উত্তরবঙ্গের আবহাওয়া ধীরে ধীরে উন্নতির দিকে।
advertisement
4/5
তবে আবহাওয়ার ভালমতো উন্নতি চোখে পড়বে বৃহস্পতিবার থেকে। সপ্তাহান্তে অর্থাৎ রবিবার থেকে চেনা ছন্দে ফিরবে উত্তরের আবহাওয়া। এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। যদিও এদিন মঙ্গলবারেও হলুদ সতর্কতা জারি রয়েছে পার্বত্য এলাকায়।
advertisement
5/5
প্রসঙ্গত,  শনিবার থেকে টানা ভারী বর্ষণে বদলে গিয়েছে পাহাড়ের ছবিটা। চারিদিকে শুধু ধ্বংসের ছবি। মানুষের পাশাপাশি প্রাণ হারিয়ে বহু বন্যপ্রাণী। এখনও পর্যন্ত নদীগুলির জলস্তর অনেকটা বেশি রয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ধীরে ধীরে উন্নতির পথে আবহওয়া। <strong>(ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)</strong>
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather : পাহাড়ের চারিদিকে শুধুই ধ্বংসের ছবি! বৃষ্টি কমবে কবে? ধীরে ধীরে স্বস্তির ইঙ্গিত দিল IMD, জানুন মেগা আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল