Red Alert in North Bengal: ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হু হু করে হাওয়া, আরও অনেক বৃষ্টি নিয়ে ভাসবে উত্তরবঙ্গের এই জেলাগুলি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Red Alert in North Bengal: ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, আজ ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস উত্তরের পাঁচ জেলায়
advertisement
1/15

সূর্যের তাপে জ্বলছে বাংলা৷ এই অবস্থায় সামাণ্য বৃষ্টির খবরেও স্বস্তি খুঁজতে চাইছে দক্ষিণবঙ্গবাসী৷ তবে উত্তরবঙ্গে মৌসুমী বায়ুর দাপটে প্রবল বৃষ্টিতে সব কিছু বিপর্যস্ত হচ্ছে সেখানে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর বৃষ্টি আসা এখনও পাঁচ -ছদিন লাগবে৷ তাই ভরসা স্থানীয়ভাবে তৈরি হওয়া কালবৈশাখী পরিস্থিতি৷
advertisement
2/15
প্রবল বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে উত্তরবঙ্গে। শনিবারও আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা।
advertisement
3/15
কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
advertisement
4/15
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরের প্রায় সব জেলাতেই। উপরের দিকের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
5/15
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উত্তরপ্রদেশ থেকে পূর্ব মেঘালয় পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যা উত্তর বিহার এবং পশ্চিমবঙ্গের হিমালয় ছোঁয়া জেলাগুলির উপর দিয়ে গিয়েছে।
advertisement
6/15
যার জেরে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে এখন কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবারের মতোই পরিস্থিতি থাকবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত।
advertisement
7/15
আগামী দু-তিন ঘণ্টায় ঝড় ও বৃষ্টির সতর্কতা। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সর্তকতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের৷
advertisement
8/15
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির দেখা মিলছে না। তীব্র গরমে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ। প্রতিদিনই গরমের দাপট বেড়ে চলেছে জেলা পুরুলিয়াতে। স্বস্তি নেই কোথাও।
advertisement
9/15
দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও অনেক জায়গাতেই বৃষ্টি দেখা মিলছে না। গরমের দাপট রয়েছে বিভিন্ন জায়গাতে। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ কমেনি।
advertisement
10/15
বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে৷
advertisement
11/15
আইএমডি-র কলকাতা অফিস অনুসারে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের পুরুলিয়াতে হিট ওয়েভের অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে৷ এছাড়াও বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের হিটওয়েভ অ্যালার্ট রয়েছে৷
advertisement
12/15
কিন্তু এর পাশাপাশি বাকি সব কটি জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে আগামী পাঁচদিন ধরে রোজই ঝড় বৃষ্টির পরিস্থিতি জারি থাকবে৷
advertisement
13/15
ঘণ্টায় ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে এই সবকটি জেলাতে ঝোড়ো হাওয়া বয়ে যাবে৷ এর পাশাপাশি এই জেলাগুলিতে ইতঃস্তত-বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে থাকবে বজ্রপাতের সতর্কতা৷
advertisement
14/15
অপরদিকে উত্তরে জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি চলছে বিগত বৃষ্টি দিন ধরে। বৃষ্টির দাপটে নাজেহাল উত্তরের মানুষেরা। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী, এমনকি অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
advertisement
15/15
আজ আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়ির মতো জেলা গুলিতে জারি হয়েছে লাল সতর্কতা। সবমিলিয়ে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরে।