IMD WB Rain Forecast: ঘন কুয়াশার সঙ্গে ঘ্যানঘ্যানে বৃষ্টি! ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ, ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ? আবহাওয়ার বড় আপডেট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
IMD WB Rain Forecast: পার্শ্ববর্তী রাজ্য সিকিমে তুষারপাতের জেরে শৈল শহর দার্জিলিংয়ে জারি বৃষ্টির পূর্বাভাস! সকাল থেকেই ঘন কুয়াশার সঙ্গে মেঘে ঢাকা আকাশ ঠান্ডায় কাঁপছে পাহাড় থেকে সমতল
advertisement
1/5

*ঘন কুয়াশার সঙ্গে মেঘে ঢাকা আকাশ তার মাঝেই শৈলশহরে জারি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সিকিমে তুষারপাতের জেরে হুহু করে কমছে পারদ। হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা।
advertisement
2/5
*শনিবার সকাল থেকেই ঘন কুয়াশার সঙ্গে উত্তুরে হওয়ার দাপট। একদিকে ঘন কুয়াশা অন্যদিকে শৈলশহরে বৃষ্টি সবমিলিয়ে উত্তরের পাঁচ জেলাতেই হাড় কাঁপানো শীতের আমেজ। উষ্ণতার মাঝেই ফের একবার শীতের কামব্যাক।
advertisement
3/5
*শীতের বিদায়বেলায় হঠাৎ করেই শীতের চোখ রাঙানি। কনকনে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় হুহু করে কমছে পারদ। সব মিলিয়ে উত্তুরে হাওয়ার দাপটে উত্তরবঙ্গ জুড়ে ফের একবার জাঁকিয়ে শীতের আমেজ।
advertisement
4/5
*আইএমডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন সিকিমে তুষারপাতের ফলে উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশা, বৃষ্টি সঙ্গে উত্তরে হওয়ার দাপট সবমিলিয়ে নাজেহাল উত্তরবঙ্গবাসী।
advertisement
5/5
*হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা। বারে বারে ভোল পাল্টাচ্ছে উত্তরের আবহাওয়া। সিকিমের ভারী তুষারপাতের প্রকোপ গোটা উত্তরবঙ্গ জুড়ে।শৈল শহরের উচ্চ পার্বত্য এলাকা গুলিতে হার কাঁপানো ঠান্ডা রেহাই পাবে না সমতলও।