Weather Update: দক্ষিণবঙ্গে গরম পড়লেও উত্তরবঙ্গে অন্য চমক, বৃষ্টির সঙ্গেই হুহু করে কমবে তাপমাত্রা
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Weather Update: ফের শৈলশহরের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই পাহাড় থেকে সমতল জুড়ে বৃষ্টির জেরে শৈল শহরে ফের কমল তাপমাত্রা। শীতের পর বসন্তেও নাছোড়বান্ধা বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। বৃষ্টির জেরে অতিষ্ঠ উত্তরবঙ্গবাসী।
advertisement
1/5

ফের শৈলশহরের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই পাহাড় থেকে সমতল জুড়ে বৃষ্টির জেরে শৈল শহরে ফের কমল তাপমাত্রা। শীতের পর বসন্তেও নাছোড়বান্ধা বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। বৃষ্টির জেরে অতিষ্ঠ উত্তরবঙ্গবাসী।
advertisement
2/5
শনিবার সকাল থেকেই মেঘ আর রোদের লুকোচুরি খেলা সঙ্গে উত্তুরে হওয়ার দাপটে তাপমাত্রা কমছে শৈলশহর। বসন্ত আবার ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার পাঁচ জেলাতেই জারি হলুদ এবং কমলা সতর্কতা।
advertisement
3/5
চলতি সপ্তাহে বৃষ্টির পরেই উত্তরের আবহাওয়ায় বিরাট পরিবর্তন। সমতলের পাশাপাশি পাহাড়েও তাপমাত্রা বাড়বে। হাতে গোনা আর কয়েকদিন তারপরেই শীত বৃষ্টিকে টাটা বাই বাই করে নাজেহাল গরমে ভুগবে উত্তরবঙ্গবাসী।
advertisement
4/5
পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে উঁচু পার্বত্য এলাকায় শীতের আমেজের সঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তারপরেই ধীরে ধীরে পারদ বাড়বে।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরের উঁচু পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও ঝমঝমিয়ে বৃষ্টি,অন্যদিকে বৃষ্টির পরেই সমতলজুড়ে চলবে রোদের ঝলকানি। বসন্তেই শীত গ্রীষ্ম বর্ষা মিলেমিশে একাকার।